চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মহেশখালীতে কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

মহেশখালী সংবাদদাতা

১৪ ফেব্রুয়ারি, ২০২০ | ১১:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। আজ শুক্রবার দুপুর পৌনে ১২ টায় বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে তিনিসহ প্রতিনিধি দল মাতারবাড়ী পৌঁছেন।

মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে কোল পাওয়ার জেনারেশন কোম্পানীর প্রকল্প এলাকার সম্মেলন কক্ষে প্রতিনিধি দলের সাথে প্রকল্প সংশ্লিষ্টদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি মহেশখালীর মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ সকল ধরনের উন্নয়ন প্রকল্পের অগ্রগতির খোজ খবর নেয়।

এ সময় উপস্থিত ছিলেন-দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা,কোল পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেডের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা,কর্মচারীবৃন্দ, মহেশখালী উপজেরার নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন কুমার দাশ গুপ্ত, পুলিশ পরিদর্শক তদন্ত চলতি ওসি’র দায়িত্বে থাকা মো. বাবুল আজাদ, মাতারবাড়ীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/হোবাইব-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট