চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ড. অনুপম

ড. বিকিরণ প্রসাদ জ্ঞানে গুণে পরিপূর্ণ মানুষ

১৪ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পদার্থবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ৭৫তম জন্মজয়ন্তী ও আজীবন সম্মাননা অনুষ্ঠান গত ১১ ফেব্রুয়ারি হোটেল সৈকত কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। হীরক জয়ন্তী ও আজীবন সম্মাননা পর্ষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. অনুপম সেন। হীরক জয়ন্তী ও আজীবন সম্মাননা পরিষদের সভাপতি প্রফেসর ডাক্তার প্রভাত চন্দ্র বড়–য়ার সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরোফিন সিদ্দিকি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য একুশে পদক প্রাপ্ত অধ্যক্ষ (অব.) ড. প্রণব কুমার বড়–য়া, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু। জয়ন্তী নায়কের জীবনী পাঠ করেন ভাস্কর ডি কে দাশ মামুন।
প্রধান অতিথির বক্তব্যে সমাজ বিজ্ঞানী অনুপম সেন বলেন, ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া জ্ঞানে ও গুণে একজন পরিপূর্ণ মানুষ। তিনি সারাজীবন শিক্ষার আলো দিয়ে গেছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দ মহাথের, বুদ্ধপ্রিয় মহাথের, অধ্যাপক উপানন্দ মহাথের, প্রকৌশলী মৃনাল কান্তি বড়–য়া, অধ্যক্ষ তরুণ বড়–য়া, প্রধান শিক্ষক বিমল বড়–য়া, পুলক কান্তি বড়–য়া, ডা. দিবাকর বড়–য়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চম্পাকলি, সঞ্চিতা তালুকদার ও শুক্লা বড়–য়া ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট