চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বসন্তকে বরণ করে নিতে ইডিইউতে উৎসব ও মেলা

১৪ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:৪২ পূর্বাহ্ণ

‘কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান/বসন্ত এসে গেছে’ গানের সুরে সুরে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে উৎসবে মেতেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় শুরু হয় মেলা। শিক্ষার্থীরা নানান পণ্যের পসরা সাজিয়ে স্টল নিয়ে বসে মেলায়। এতে ছিল বিভিন্ন রকমের হস্তশিল্প, পিঠাসহ নানা পদের ঐতিহ্যবাহী বাঙালি খাবার ও কাপড়। এছাড়া নাগরদোলা, দুলন্ত নৌকা, বেলুন ফোটানো ও রিং নিক্ষেপেরও আয়োজন ছিল। যেন এক গ্রামীণ রূপ নেয় ইডিইউর এ মেলাটি।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। তিনি বলেন, ফাগুন মানেই পলাশ, শিমুল, দখিনা হাওয়া, ফাগুন মানেই হৃদয় রঙিন, ফাগুন মানেই কোকিলের কুহুতান। তাই ফুল ফুটুক কিংবা না ফুটুক, আজ বসন্ত।
প্রভাষক সাবরিন সরওয়ারের সার্বিক তত্ত্বাবধানে এতে আরো বক্তব্য রাখেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। এ আয়োজনের উদ্যোক্তা ছিল ইডিইউ লিটারেরি ক্লাব ও কালচারাল ক্লাব।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট