চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাঁশখালীতে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার

বাঁশখালী সংবাদদাতা

১২ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:১৯ অপরাহ্ণ

বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার জলদী মিয়ার বাজার থেকে ২০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জন পাইকারী ব্যবসায়ী জমশেদ আলী, তার স্ত্রী আনজুমনোয়ারা বেগম ও ছেলে মিশু ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৩নং ওয়ার্ডে নেয়াজর পাড়ায় মাদকের পাইকারী ব্যবসায়ী জমশেদ আলীর বসত ঘরের পাশে ছাগল রাখার ঘর থেকে ও মাটির নিচে লুকানো ড্রাম থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ২ বস্তা ও ১টি বড় ড্রামে ২০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় গোলাম ছোবহানের ছেলে জমশেদ আলী (৪৫) তার স্ত্রী আনজুমনোয়ারা বেগম (৩৫) ও ছেলে মিশু ইমরান (২৩) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালিয়ে যায়। 

বাঁশখালী থানার এস আই দীপক কুমার সিংহ জানান, জমশেদ আলী পাহাড়ে মদ তৈরী করে লোকজন দিয়ে। বাড়ীতে এনে বাঁশখালীর বিভিন্ন এলাকায় খুচরা সাফ্লাই দেন।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ’

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট