চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

টেকনাফে শিক্ষার উন্নয়নে ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, টেকনাফ

১২ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:১৪ পূর্বাহ্ণ

টেকনাফে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সম্প্রতি। প্রতিযোগিতার মধ্যে ছিল ওয়ান ডে ওয়ান ওয়ার্ড, হস্তলিপি, বাংলা ও ইংরেজী পঠন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ বোস প্রতিযোগিতার আয়োজন করেন। এ প্রতিযোগিতা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া সীমান্ত জনপদ টেকনাফের শিক্ষাঙ্গনে সর্বমহলের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ব্যাপক সাড়া জাগিয়েছে।

টেকনাফ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ বোস জানান, ‘সংশ্লিষ্ট সচিবের নির্দেশনা মতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মো. এমদাদ হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় এবারে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রত্যেক বিদ্যালয় থেকে প্রতি ইভেন্টে ১ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের কার্যক্রম সারাবছর পরিচালিত হয়। কার্যক্রমের সফলতা যাচাইয়ের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতে এ ধরনের প্রতিযোগিতা উপজেলা পর্যায়েও আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া উপজেলা শিক্ষা অফিস এবং উপজেলার ৮০টি বিদ্যালয়ের আঙিনা ও ছাদে দৃষ্টিনন্দন সবজি-ফলজ বাগান করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট