চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’ একুশে গ্রন্থমেলায়

১২ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৫৩ পূর্বাহ্ণ

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস ও অগ্রগতি নিয়ে লেখক মুহাম্মাদ আলতামিশ নাবিল প্রকাশ করেছেন গবেষণাগ্রন্থ ‘লুমিয়ের থেকে হীরালাল’। অমর একুশে বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে ছায়াবীথি প্রকাশনী থেকে। বইটি প্রসঙ্গে নাবিল বলেন, ‘সিনেমার পোকা কিন্তু চলচ্চিত্র মানেই যাদের কাছে ‘হলিউড-বলিউড’, সে সকল দর্শকদের উদ্দ্যেশে বইটি লেখা!
বিশ্বজুড়ে চলচ্চিত্রের প্রথম সফল প্রদর্শক নির্মাতা লুমিয়ের ভ্রাতৃদ্বয় এবং ভারতবর্ষের সিনেমা সত্যিকার যার হাত ধরে প্রথম এসেছে সেই হীরালাল সেনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বইটির নামকরণ করা হয়েছে।
আলতামিশ নাবিল নিয়মিত লেখালেখি ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বর্তমানে কর্মরত আছেন ডিজিটাল সার্ভিস বিশেষজ্ঞ হিসেবে একটি বহুজাতিক কো¤পানিতে। এছাড়াও তিনি আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর ঢাকা ওয়েস্ট শাখার জেনারেল লিগ্যাল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি তার প্রকাশিত দ্বিতীয় বই। এর আগে তিনি প্রকাশ করেছেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রকর্মের উপর গবেষণাগ্রন্থ ‘মহারাজা তোমারে সেলাম’।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট