চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নগর আ. লীগের ৫ নেতার সাক্ষাৎ প্রধানমন্ত্রী বললেন ‘কাজ করেন’

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন নগর আওয়ামী লীগের পাঁচ নেতাসহ ছয় জন। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তারা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শেখ মাহমুদ ইসাক, শফর আলী, নগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান। মূলত আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের জন্য সুপারিশ করতেই তারা গণভবনে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, সাক্ষাতকালে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মাহতাব উদ্দিন চৌধুরী প্রধানমন্ত্রীকে বলেন, ‘নেত্রী আপনার নির্দেশনামতে অতীতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। সামনের নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবো। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘কাজ করেন।’ এছাড়া উভয়ের মাঝে কুশলাদিও বিনিময় হয়।

গত সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটের ফ্লাইটে তারা চট্টগ্রাম থেকে ঢাকায় যান। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি গণভবনে চলে যান। রাত ৯টার দিকে তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন।

জানতে চাইলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী পূর্বকোণকে বলেন, ‘আমরা কোন প্রার্থীর পক্ষে সুপারিশ করতে যাইনি। সুযোগ হয়েছে, নেত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেছি। নেত্রী চট্টগ্রামের সাংগঠনিক কর্মকা-ের বিষয়ে জানতে চেয়েছেন। আমরা তা জানিয়েছি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট