চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মামলার ২৪ ঘণ্টার মধ্যে ৯ম শ্রেণির অপহৃত ছাত্রী উদ্ধার সীতাকু- প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা হ সীতাকু-

১২ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:২১ পূর্বাহ্ণ

সীতাকু-ে ৯ম শ্রেণির এক ছাত্রী (১৬) অপহৃত হবার ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই ওই ছাত্রীকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সীতাকু-ের ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী (বিএমএ সংলগ্ন) গ্রামের মো. কামাল উদ্দিনের মেয়ে স্থানীয় হাজী টিএসসি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী আইরিন (ছদ্মনাম) কে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত চট্টগ্রামের হালিশহর রামপুর কাদের কেরানী রোডের জাও বক্সের বাড়ির মো. ইউনুসের ছেলে মো. লোকমান (২৩)। সে ওই ছাত্রীকে বারবার প্রেমের প্রস্তাব দিলেও ছাত্রীটি তা প্রত্যাখান করে অবিভাবককে জানায়। এ ঘটনা জানার পর আইরিনের বাবা মো. কামাল উদ্দিন মেয়েকে বিরক্ত না করতে লোকমানকে অনুরোধ করেন। কিন্তু বখাটে লোকমান এসব কথায় কর্ণপাত না করে উল্টো গত ৬ ফেব্রুয়ারি স্কুলে যাবার পথে আরো কয়েকজনের সহযোগিতায় তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর মেয়ে বাড়ি না ফেরায় তাকে হন্য হয়ে খুঁজতে থাকেন অবিভাবকরা। শেষে কোথাও না পেয়ে ৯ ফেব্রুয়ারি সীতাকু- থানার ওসির শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। এতে

আসামি করা হয় মো. লোকমান, তার বাবা মো. ইউনুস (৬৫), মা নুর বেগম (৫০) ও ভাই মো. ইদ্রিস (৩০), ভাবী সুফিয়া (৩০) কে। এদিকে, মামলাটির তদন্তভার পড়ে থানার এস.আই মো. বাশারের উপর। তিনি দায়িত্ব পেয়ে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অপহরণকারী লোকমানের অবস্থান চট্টগ্রামের হালিশহরে নিশ্চিত হয়ে ১০ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি লোকমানকে গ্রেপ্তার করেন এবং ভিকটিম ছাত্রীটিকে উদ্ধার করেন। সীতাকু- থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, ছাত্রীটিকে উদ্ধারের পর মঙ্গলবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য এবং অভিযুক্ত লোকমানকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট