চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাউন্সিলর মানিকের বিরুদ্ধে ওয়ার্ড আ. লীগের অভিযোগ সদস্য না করতে চিঠি

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:১৪ পূর্বাহ্ণ

নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এ এফ কবির আহমদ মানিকের বিরুদ্ধে সংগঠনবিরোধী বিতর্কিত কর্মকা-ের অভিযোগ এনেছে ওয়ার্ড আওয়ামী লীগ। এই অভিযোগের ভিত্তিতে তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদে অন্তর্ভুক্ত না করার অনুরোধ জানিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত চিঠি দিয়েছেন দলটির ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছিদ্দিক

আহমেদ এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমুল আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী সাধারণ সদস্য নবায়ন ও সাধারণ সদস্য অন্তর্ভুক্তি কর্মসুচির অংশ হিসেবে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে সম্প্রতি লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সাধারণ সদস্য অন্তর্ভুক্তি কর্মসুচি সম্পন্ন হয়। এতে পূর্বে জাসদ করা সত্ত্বেও লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এ এফ কবির আহমদ মানিককে রাজনৈতিক মানসিকতা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ সদস্য করা হয়। কিন্তু পরবর্তীতে তার মানসিকতা পরিবর্তনের সদিচ্ছা নেই বরং নানা সময়ে আওয়ামী লীগের নামকে বিকৃত ও কটূক্তি করেছেন। আওয়ামী লীগের বয়স্ক ও উচ্চপর্যায়ের নেতাদেরকেও গালমন্দ করেন। চিঠিতে মানিকের বিরুদ্ধে মাদক ব্যবসায় সংশ্লিষ্টতা, বিএনপি জামায়াতের সাথে যোগসাজসে ব্যবসায় জড়িত থাকা, ব্যক্তি স্বার্থকে বড় এবং দল তা অনৈতিক কর্মকা- এবং দখলদারিত্ব মানসিকতারও অভিযোগ আনা হয়েছে। তার কর্মকা- এবং কার্যকলাপ দুটোই সংগঠনবিরোধী উল্লেখ করে চিঠিতে বলা হয়, মানিকের কারণে লালখান বাজারে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সগঠনের নাম কলঙ্কিত হচ্ছে। তার বিরুদ্ধে ওয়ার্ডের আওয়ামী লীগ কমিটি সবাই ক্ষুব্ধ দাবি করে বলা হয়, সংগঠনের সুনাম পুনরুদ্ধারে এবং শেখ হাসিনার আওয়ামী লীগকে কলঙ্কমুক্ত করতে তার সদস্য পদ নবায়নে সাধারণ সদস্যতে অন্তর্ভুক্তি না করার অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট