চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পাহাড় কেটে স্থাপনা নির্মাণ : গ্রেপ্তার ৭, জরিমানা ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২০ | ৮:১০ অপরাহ্ণ

সরকারি পাহাড়ি জমি কেটে রাস্তা, সীমানা দেয়াল ও স্থাপনা নির্মাণের দায়ে ৭ শ্রমিককে গ্রেপ্তার করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী এলাকার ‘খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটি’তে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের  নির্বাহী ম্যাজিস্ট্রেট  সুজন চন্দ্র রায় জানান, খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটি এলাকায় পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল একদল শ্রমিক। সেখানে সকাল সাড়ে ১১ টায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শ্রমিকরা জিজ্ঞাসাবাদে জানায়, হাসান জাহিদুল ইসলাম, অশ্রু চৌধুরী, মহিবুল্লাহ নামের ব্যক্তিদের নির্দেশে তারা পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

 ম্যাজিস্ট্রেট  সুজন চন্দ্র রায় আরো বলেন; পাহাড়কাটা, সরকারি জমিতে পরিবেশের বিনা অনুমোদনে ডেইরি ফার্ম স্থাপনসহ পরিবেশ আইনের নানা বিধি ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট