চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফ্ল্যাট বুকিংয়ে আশাতীত সাড়া এপিক প্রপার্টিজের

১১ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৫৪ পূর্বাহ্ণ

রিহ্যাবের ১৩ তম চট্টগ্রাম ফেয়ারে কো-স্পন্সর হিসেবে অংশগ্রহনকারী চট্টগ্রামের স্বনামধন্য আবাসন কোম্পানি এপিক প্রপার্টিজ লিমিটেড ফ্ল্যাট বুকিং-এর ক্ষেত্রে উল্লেখ যোগ্য সাফল্য পেয়েছে। একাধিক ফ্ল্যাট বিক্রি ও বুকিং হওয়ার পাশাপাশি একাধিক এপার্টমেন্ট কমপ্লেক্সে ফ্ল্যাট বুকিং এর প্রতিশ্রুতি পাওয়া গেছে। ৪ দিনের রিহ্যাব ফেয়ারের সুফল পুরো বছর জুড়ে রিহ্যাবের ফ্ল্যাট বিক্রিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ইপিক কর্মকর্তারা জানিয়েছেন। এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, চট্টগ্রামে এবারে ৪ দিনের রিহ্যাব ফেয়ারে এপিক ইতিবাচকভাবে ব্যাপক সাড়া পেয়েছে। ফেয়ারের শুরু থেকে রবিবার শেষ দিন পর্যন্ত এপিকের স্টলে ছিলো ফ্ল্যাট ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ৪ দিনে এপিকের স্টল পরিদর্শন এবং ফ্ল্যাট কেনার ব্যাপারে তিন হাজারের বেশি দর্শণার্থী। বিশেষ করে স্টলে উপস্থাপিত এপিকের দুটি বিলাসবহুল কনডোমিনিয়াম প্রকল্প ব্যাপক সাড়া জাগিয়েছে এপার্টমেন্ট ক্রেতা ও মেলার দর্শনার্থীদের মধ্যে। এসব প্রকল্প থেকে একাধিক এপার্টমেন্ট ফেয়ারে বিক্রি ও বুকিং হয়েছে। এছাড়া নগরীর আরো নগরীর প্রায় সবগুলো প্রাইম লোকেশনে থাকা এপিকে এপার্টমেন্ট প্রকল্পগুলো থেকে ফ্ল্যাট বিক্রি ও বুকিং পাওয়া গেছে। রিহ্যাব ফেয়ারে পাওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় পুরো বছর জুড়ে ফ্ল্যাট বিক্রি ও বুকিং-এর ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া যাবে বলে মন্তব্য করেন প্রকৌশলী আনোয়ার হোসেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট