চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নাজিরহাট কলেজ প্রতিষ্ঠাতা আফজল আহমদ স্মরণসভা

১১ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৪৪ পূর্বাহ্ণ

নাজিরহাট কলেজের প্রতিষ্ঠাতা মাওলানা আফজল আহমদ চৌধুরী ও কলেজ প্রতিষ্ঠায় সহযোগীদের স্মরণসভা সম্প্রতি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ এস.এম নুরুল হুদা। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আকতার আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ডা. নিজাম মোর্শেদ চৌধুরী, আজীবন দাতা সদস্য মো. শাহজাহান খান ও ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার। অধ্যাপক শারমিন ফেরদৌস এবং অধ্যাপক মোহাম্মদ দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় নেন অধ্যাপক অনোমদর্শী বড়–য়া, কে.এম মহিউদ্দীন, এস.এম. কাউছার ও অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এস.এম. নূরুল হুদা বলেন, তৎকালীন সময়ে যেখানে উচ্চ বিদ্যালয় ছিল না সেখানে মাওলানা আফজাল আহমদ চৌধুরী এবং তার সহযোগীদের প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমে উত্তর চট্টগ্রামে প্রথম কলেজ প্রতিষ্ঠা একটি বিরল দৃষ্টান্ত। যার ফলে এই কলেজ থেকে প্রতি বছর শত শত শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভ করতে সক্ষম হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট