চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন

সৈয়দ মোক্তার আহমেদ সভাপতি ও জিয়াউদ্দিন সা. সম্পাদক নির্বাচিত মোস্তফা মোহাম্মদ এমরান

১১ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসীয় আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৪ টি সম্পাদকীয়সহ ৩ টি সদস্যের পদ নিয়ে ৭ টি পদে জয় লাভ করেছে। অপরদিকে, সহসাধারণ সম্পাদক পদসহ সম্পদকীয় ৫টি ও সদস্যের ৭ টি পদসহ বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ১২ টি পদে জয় লাভ করেছে।

নির্বাচনে সভাপতি পদে সমন্বয় পরিষদের সৈয়দ মোক্তার আহমেদ ১৫১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তাঁর নিকতটম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মো. এনামুল হক পেয়েছেন ১৩৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বয়ের এএইচএম জিয়াউদ্দিন ১৬০৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের মো. আবদুস সাত্তার সারোয়ার পেয়েছেন ১১৯৭। রাত সোয়া দুইটায় আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র লালার ৫ সদস্যবিশিষ্ট নির্বাচনী কর্মকর্তাগণ এ ফলাফল ঘোষণা করেন। এবার নির্বাচনে ৪৫৬৭ জন ভোটারের মধ্যে ৩হাজার ৭০০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচনী কর্মকর্তা মো. নাজমুল হক জানান।

সিনিয়র সহ-সভাপতিপদে ঐক্যের শেখ মো. ছাবেদুর রহমান ১৯৩৩ ভোট পেয়ে জয় লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের তুষার সিংহ হাজারী পেয়েছেন ১৭১০ ভোট । সহ-সভাপতি পদে ১৮৯৮ ভোট পেয়ে জিতেছেন ঐক্যের মো. আজিজুল হক চৌধুরী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের আলী আশরাফ চৌধুরী পেয়েছেন ১৭৩২।

সহ-সাধারণ সম্পাদকপদে ২০৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন ঐক্যের মোহাম্মদ কবির হোসাইন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের মোহাম্মদ আবদুল আল মামুন পেয়েছেন ১৫৬১ । অর্থ সম্পাদক পদে সমন্বয়ের মইনুল আলম চৌধুরী টিপু ১১৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন , তার নিকতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের শহিদুল ইসলাম সুমন পেয়েছেন ১৬৩৭ ভোট। পাঠাগার সম্পাদক পদে ঐক্যের মো. আলী আকবর সানজিক ১৬৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের মো. নজরুল ইসলাম পেয়েছেন ১৫২৩ ভোট। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ১৯৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন ঐক্যে রুনা কাসেম, তার নিকতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের তানজিলা মান্নান যুথি পেয়েছেন ১৬৬০ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সর্বোচ্চ ২২৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন সমন্বয়ের মো. ইমরুল হক মেনন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের মোহাম্মদ সাহাদাত হোসেন পেয়েছেন ১৩৪৬ ভোট।

সদস্যপদে ঐক্যের ৭ জন ও সমন্বয়ের ৩ জন জয়ী হয়েছেন। তাঁরা হলেন, এএসএম রিদুয়ানুল করিম (প্রাপ্ত ভোট ২৩৩৯, ঐক্য), তানজিনা আকতার সানি (২২৭৯ ঐক্য), মো. মেজবাহ উদ্দিন (২১৬৮ঐক্য), মো. ওমর ফারুক (২১১৭ ঐক্য), মো. নাজমুল ইসলাম (১৯৬৩ ঐক্য), মো. মনজুর হোসেন (১৯২৬ ঐক্য), মো. শফিউল আজম বাবর (১৯০৩ সমন্বয়), শেখ তাপসী তহুরা (১৯০০ঐক্য), নাসরিন আক্তার চৌধুরী (১৮৯৮ সমন্বয়) ও মো. রবিউল আলম (১৮৮৩ সমন্বয়)।###

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট