চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিশ্ববিদ্যালয়েই অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার ১৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২০ | ১১:১৪ অপরাহ্ণ

অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী। এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় ১১টি স্মার্ট ফোন, একটি চেইন ও নগদ পাঁচ হাজার টাকা।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পেছনে টেলিটক পাহাড়ে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীরা সকলেই বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর শিক্ষার্থীদের লিখিত অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের টেলিটক হিলে আমরা ১৬ জন শিক্ষার্থী ঘুরতে গেলে মুখোশ ও অস্ত্রধারী পাঁচ ছিনতাইকারী আমাদের কাছ থেকে ১১টি স্মার্ট ফোন, নগদ পাঁচ হাজার টাকা ও একটি চেইন ছিনিয়ে নেয়।’ এছাড়া মেয়েদের সঙ্গে অশোভন আচরণেরও অভিযোগ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর এসএম মনিরুল হাসান জানান, ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা ছিনতাইকারীদের এ চক্রটিকে খুব শিগগির বের করবো।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট