চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পিএইচপি’র অর্থায়নে শাটল ট্রেন রঙ করা হবে: চবি উপাচার্য

চবি সংবাদদাতা

১০ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমানের অর্থায়নে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে রঙ করা হবে। যেখানে বঙ্গবন্ধুর শৈশব থেকে সংগ্রামী জীবন পর্যন্ত বিভিন্ন চিত্র থাকবে। আজ সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রাণিবিদ্যা বিভাগে ‘জীববিজ্ঞান পড়ার গুরুত্ব ও প্রাণীবিজ্ঞানীদের কর্মপরিধি’ বিষয়ক একটি সেমিনারে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘চিটাগাং ইউনিভার্সিটি এসোসিয়েশন অব জুলজী’ (সিইউএএজেড) সেমিনারটির আয়োজন করেন। উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর নামে এসব চিত্র শাটল ট্রেনকে সৌন্দর্যমন্ডিত করবে। শিক্ষার্থীরা জানতে পারবে অতীত ইতিহাস ও জাতির জনকের কথা। যিনি জন্ম না নিলে এ জাতির জন্ম হতো না।’

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার্থীদের উন্নয়নে সরকার নানান কর্মসূচী গ্রহণ করেছে। তৈরি করা হচ্ছে নতুন নতুন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে আমরা বিজ্ঞান ও গবেষণায় আগের থেকে এগিয়ে যাচ্ছি। আধুনিকতার ছোঁয়া পাচ্ছে পুরোদেশ। জঙ্গীবাদ ও জাতি বিধ্বংসী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়নের জন্য কাজ করছি। আমরা চাই শিক্ষার্থীদের স্থপতি হিসেবে গড়ে তুলতে। সুন্দর বিশ্ববিদ্যালয় শুধু স্থাপনায় নয়, শিক্ষার্থীদের মেধা, মনন ও উন্নয়নে- বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের শিক্ষার্থীদের লক্ষ্যে হবে জ্ঞান অর্জন করা।’ প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শওকত আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাহাবুবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জুলফার বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার সেলিম সোলায়মান এবং ফর্মুলেশন লিমিটেডের এসিআই-হেড অব রিসার্স এন্ড ডেভেলপমেন্ট সুবীর চৌধুরী। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীসহ চট্টগ্রাম শহরের তিনটি সরকারি কলেজ থেকে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট