চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মোগলটুলি এলাকার আর.বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাছে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঘটা এ দুর্ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন; সদরঘাট থানার কমার্স কলেজ রোডের কাটা বট গাছ এলাকার মৃত আমির হোসেন ভুইয়ার ছেলে শাহাদাত ভূঁইয়া (৫৫), চৌমুহনীর মতিয়ার পুল এলাকার নুরুল ইসলামের ছেলে মো. মিজান (৩৮) এবং কাটা বটগাছ এলাকার জমির উদ্দিন লেনের মৃত আব্দুল হাইয়ের ছেলে গোলাম মাওলা (৫০)।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সিলিন্ডারের সঙ্গে থাকা পাইপ সেখানে পাওয়া গেলেও কোনো সিলিন্ডার পাওয়া যায়নি। তাদের আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধ শাহাদাত ভূঁইয়ার চাচাতো ভাই ফারুক ভূঁইয়া জানান, ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, বিস্ফোরণে দগ্ধ ৩ জনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে গোলাম মাওলার অবস্থা আশংকাজনক। অন্য দুজনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাদের  ঢাকায় পাঠিয়েছেন বলেও জানান তিনি।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট