চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজানে রাস বিহারী মন্দির উৎসর্গ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১০ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৫৩ পূর্বাহ্ণ

উপজেলার কেন্দ্রীয় মন্দির রাউজান সার্বজনীন রাস বিহারী ধাম পরিচালনা পরিষদের উদ্যোগে রাস বিহারী মন্দির উৎসর্গ অনুষ্ঠান গত ৭ ফেব্রুয়ারি মন্দিরে সম্পন্ন হয়েছে।

এতে হাজার হাজার সনাতন ধর্মীয় নারী-পুরুষের ঢল নামে। অনুষ্ঠানে পৌরহিত্য করেন সীতাকু- শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনান্দ গিরি মহারাজ। গীতা পাঠ করেন উমানন্দ ব্রহ্মচারী, পুলকানন্দ ব্রহ্মচারী। পূজা পরিচালনা করে প-িত প্রবর কাঞ্চন চক্রবর্তি, দেবাশীষ চক্রবর্তি, অজয় চক্রবর্তি ও অমিত ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় পৌর কাউন্সিলর অতিরিক্ত পিপি এডভোকেট সমীর দাশগুপ্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, নেপাল কৃষ শীল, শিক্ষক মৃণাল দাশগুপ্ত, অনুপম দাশগুপ্ত, উজ্জ্বল দাশগুপ্ত, অলক মেম্বার, উজ্জ্বল দাশগুপ্ত, দুলাল দাশগুপ্ত, মিঠু চৌধুরী প্রমুখ। পূজার মাঙ্গলিক কাজে দায়িত্বে ছিলেন দীলিপ দাশ গুপ্ত, বরুণ দাশগুপ্ত ও দেবাশীষ দাশগুপ্ত। উল্লেখ্য, উপজেলার এই কেন্দ্রীয় মন্দির নির্মাণে সার্বিক সহযোগিতা করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এছাড়াও শ্রী শ্রী রাধা কৃষ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, নবনির্মিত প্রবেশ অনুষ্ঠান, গীতাপাঠ, গীতাযজ্ঞের শুভারম্ভ, আনন্দবাজারে অন্নপ্রসাদ আস্বাদন, সংগীতানুষ্ঠান, শুভ অধিবাস, পাল্টা কীর্তনসহ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট