চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জুনিয়র মিডওয়াইফারি ২১তম ব্যাচের নবীন বরণ

১০ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন মিডওয়াইফারী ইনস্টিটিউট এর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের প্রথম বর্ষের উদ্বোধন ও জুনিয়র মিডওয়াইফারী ২১তম ব্যাচের নবীন বরণ ও ক্যাপ সিরোমনি গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন কে বি আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম নার্সিং ইনস্টিটিউটের এর অধ্যক্ষ রাধু মুহুরী, উপাধ্যক্ষ বাসন্তী রায়, কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, মেমন হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শিলা রানী দে। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম আকতার চৌধুরী বলেন, ২০২০ সালে চসিকের স্বাস্থ্য সেবায় অভাবনীয় সাফল্য বয়ে আনছে। নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এ সাফল্য ধরে রাখতে চাই। আঠারো মাস ব্যাপী মিডওয়াইফারী প্রশিক্ষণ সম্পন্ন করেছে ৭০ জন। তিন বছর মেয়াদি মিডওয়াইফারী প্রশিক্ষণে ৩৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট