চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পাঠক ভালবাসায় সিক্ত পূর্বকোণ পঁয়ত্রিশে

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:২৫ পূর্বাহ্ণ

পঁয়ত্রিশে দৈনিক পূর্বকোণ। পাঠকপ্রিয়তাকে পুঁজি করেই দৈনিক পূর্বকোণ আজ ১০ ফেব্রুয়ারি ৩৪ বছর অতিক্রম করেছে। ১৯৮৬ সালের এ দিনে যাত্রা শুরু করে দৈনিক পূর্বকোণ। এই চৌত্রিশ বছরে আমরা হারিয়েছি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে। এরপর ২০১৭ সালের ১৫ নভেম্বর হারিয়েছি আমাদের সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীকে। সময়ের আবর্তে আরো হারিয়েছি আমাদের অনেক সহকর্মীকে। যারা দৈনিক পূর্বকোণের প্রসার ও প্রচারে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। মূলত মোহাম্মদ ইউসুফ চৌধুরীর দূরদর্শিতা ও স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর মেধা ও প্রজ্ঞায় দৈনিক পূর্বকোণের আজকের এই অবস্থান। আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি মোহাম্মদ ইউসুফ চৌধুরী ও স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীসহ সকলকে। আধুনিক সংবাদপত্রের স্বপ্নদ্রষ্টা চট্টলদরদী মোহাম্মদ ইউসুফ চৌধুরী চট্টগ্রামের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে প্রতিষ্ঠা করেন দৈনিক পূর্বকোণ। সুদীর্ঘ এই পথচলায় পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের অবিরাম সমর্থনে দৈনিক পূর্বকোণ এখন বৃহত্তর চট্টগ্রামের লাখো লাখো পাঠকের আস্থার প্রতীক। সর্বাধিক প্রচারিত দৈনিক। সুচিন্তিত ও পরিকল্পিত পদক্ষেপে পূর্বকোণ দেশের পূর্বাঞ্চলীয় জনপদে বিশেষ প্রভাব রেখেছে যার স্বীকৃতিও মিলেছে সেরা আঞ্চলিক দৈনিক হিসাবে।

সূচনালগ্ন থেকে খ্যাতিমান সাংবাদিকদের সাথে একঝাঁক তরুণ কর্মীর সম্মিলিত প্রয়াসের ফসল দৈনিক পূর্বকোণ। প্রতিষ্ঠাকালে সম্পাদক হিসাবে নেতৃত্ব দেন প্রথিতযশা সম্পাদক কে জি মোস্তফা। বস্তুনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, আকর্ষণীয় ফিচার, ক্রীড়া ও সংস্কৃতির তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে পূর্বকোণ সহজে পাঠকের মন জয় করে নেয়। চট্টগ্রামসহ দেশের প্রায় সবকটি সামাজিক-সাংস্কৃতিক-সার্বজনীন কর্মউদ্যোগকে প্রণোদনা দিতে থাকে পূর্বকোণ। ফলে সরকারি ও বেসরকারি সংস্থার জরিপে দেশের আঞ্চলিক দৈনিকগুলোর মধ্যে সেরা বলে উল্লেখ করা হয় এই পূর্বকোণকে। এমনকি ১৯৯৪ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মূল্যায়নেও পূর্বকোণকে সেরা দৈনিক হিসাবে উল্লেখ করা হয়। চট্টগ্রামের রয়েছে পৃথক সংস্কৃতি ও ঐতিহ্য। তাই ৩৪ বছর পূর্তি ও পঁয়ত্রিশে পদার্পণ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও দৈনিক পূর্বকোণ আজ থেকে প্রকাশ করছে ৬ দিনব্যাপী ধারাবাহিক বিশেষ সংখ্যা । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী অগণিত পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে দৈনিক পূর্বকোণের প্রকাশনায় অতীতের মত ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট