চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ১

লোহাগাড়া সংবাদদাতা

৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৩৬ অপরাহ্ণ

লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি অটোরিক্সা ও বিভিন্ন সরঞ্জামসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ ১টি সিএনজি চালিত অটোরিক্সা, পিস্তল সদৃশ্য ১টি ছুরি, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ১টি রেইন্স, ১টি টচলাইট ও কয়েকটি ইস্কুড্রাইভার উদ্ধার করে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের মাদ্রাসা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক খোরশেদ আলম (২৫) পার্বত্য বান্দরবান সদরের বালাঘাটা বড়–য়ার টেক এলাকার বদিউল আলমের পুত্র।

থানা সূত্রে জানা যায়, গভীর রাতে ২টি সিএনজি চালিত অটোরিক্সা যোগে ১০/১২ জনের সঙ্গবদ্ধ ডাকাতদল মাদ্রাসা সড়ক হয়ে পদুয়া মেহের আলী মুন্সি পাড়ার দিকে যাচ্ছিল। এতে পুলিশের সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করে।

এক পর্যায়ে সঙ্গবদ্ধ দলের অন্যরা পালিয়ে গেলেও খোরশেদ আলমকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় পুলিশ ১টি সিএনজি চালিত অটোরিক্সা, পিস্তল সদৃশ্য ১টি ছুরি, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ১টি রেইন্স, ১টি টচলাইট ও কয়েকটি ইস্কুড্রাইভার উদ্ধার করে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আটক খোরশেদ আলম সঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। একইদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট