চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিরাপদ খাদ্য দিবসে বক্তারা

খাদ্যে ভেজাল মানুষ খুন করার চেয়েও ভয়াবহ

নিজস্ব প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২০ | ১:২০ পূর্বাহ্ণ

সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই স্লোগানে গতকাল রবিবার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে। জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির উদ্যোগে সার্কিট হাউজ চত্বর থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাজহারুল হক শাহ। আলোচনায় অংশ নেন বনফুলের জিএম আনামুল হক, সাংবাদিক এম নাসিরুল হক, নবুয়াত আরা সিদ্দিকী, ক্যাব নেতা আবদুল মান্নান, অজয় মিত্র শংকু, মোহাম্মদ জানে আলম, জান্নাতুল ফেরদৌস, শাহীন চৌধুরী, সেলিম জাহাঙ্গীর, সেলিম সাজ্জাদ, সালাহউদ্দীন আহমদ, হেলাল চৌধুরী, এমদাদুল করিম সৈকত, মো. ইমতিয়াজ আহমেদ প্রমুখ। বক্তাগণ বলেন, খাদ্যে ভেজাল মানুষ খুন করার চেয়েও ভয়াবহ। কারণ খাদ্যে ভেজাল ও হরেক রকম কেমিক্যাল মিশ্রণ স্লো পয়জন। কাউকে গুলি করে মেরে ফেললে সে একবারেই মরে যাবেন। আর খাদ্যে ভেজালের কারণে মানুষ রোগাক্রান্ত হয়ে ধীরে ধীরে পুরো জীবন মৃত্যুর যন্ত্রণা ভোগ করে মরবে। বক্তাগণ খাদ্যে ভেজাল রোধে পরিবার পর্যায়ে নিজস্ব উদ্যোগে খাদ্য উৎপাদন বাড়ানো, খাদ্য পণ্য ক্রয়ে সতর্কতা অবলম্বন, তরুণ প্রজন্ম ও নারীদেরকে মাঝে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট