চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজিসি ট্রাস্ট ভার্সিটির ফার্মেসি বিভাগের উদ্যোগে ফার্মা ফেস্ট ও সায়েন্স অলিম্পিয়াড সম্পন্ন

৩ ফেব্রুয়ারি, ২০২০ | ১:২৭ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসি বিভাগের উদ্যোগে গতকাল ফার্মা ফেস্ট ও সায়েন্স অলিম্পিয়াড চন্দনাইশস্থ বিজিসি বিদ্যানগরে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। সম্মানিত অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ট্রাস্টি মেম্বার আফরিন আহমদ হাসনাইন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আ ন ম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য। স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের প্রফেসর ড. হযরত আলী মিয়া, আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, এলবিয়ন ফার্মাসিউটিকালস্ লি. এর জেনারেল ম্যানেজার ফরিদুর রহমান, কিউবিক এডুকেশনের ডাইরেক্টর মো. সরফরাজ খান, সায়েন্স অলিম্পিয়াড এর সহকারী অধ্যাপক মাইকেল দত্ত, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুরাইয়া তাবাস্সুম ও জামিল হোসেন। উক্ত অলিম্পিয়াডে ১১টি প্রতিষ্ঠানের ৪৭টি দল অংশগ্রহণ করে। তৎমধ্যে পটিয়া সরকারি কলেজের ছাত্র আজহার হোসেন ও রায়হান উদ্দীন দ্বিতীয় রানার আপ, গাছবাড়ীয়া সরকারি কলেজের ছাত্র আরিফুর রহমান ও মো. বেলাল উদ্দীন ১ম রানার আপ এবং পটিয়া সরকারি কলেজের আফরোজা খানম সাথী ও সৈয়দা জান্নাতুল মাওয়া চ্যাম্পিয়ন নির্বাচিত হন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট