চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১৬ উদ্যোক্তা ও প্রতিষ্ঠান পেল ‘বেস্ট অব চিটাগাং এওয়ার্ড’

নিজস্ব প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২০ | ১:১৪ পূর্বাহ্ণ

দ্বিতীয়বারের মতো এক্সপ্রেসমল প্রেজেন্টস ‘বেস্ট অব চিটাগাং এওয়ার্ড-২০’ অর্জন করেছে চট্টগ্রামের ১৬ জন উদ্যোক্তা, সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এছাড়া দুইজন সফল ব্যক্তিত্বকে প্রদান করা হয় লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড ও সফল উদ্যোক্তা এওয়ার্ড। গতকাল রবিবার নগরীর চিটাগাং ক্লাবের ব্যাংকুইট হলে হ্যালো চিটাগাং-এর উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে এই এওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে লাইফ টাইম এচিভমেন্ট গ্রহণ করেন ব্যবসায়ী এস এম আবু তৈয়ব ও সফল উদ্যোক্তা হিসেব বেস্ট এনট্রিপ্রিনার এওয়ার্ড গ্রহণ করেন সৈয়দ রুম্মান আহাম্মেদ। মাসব্যাপী ফেসবুক ভোটিং ও জুরি প্যানেলের বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১৬ ক্যাটাগরিতে এ এওয়ার্ড প্রদান করা হয়। হ্যালো চিটাগাংয়ের প্রতিষ্ঠাতা রিয়াদ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে বেস্ট সোস্যাল অর্গানাইজেশন, ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাফে, রেস্টুরেন্ট, ইয়াং ফ্যাশন ডিজাইনার, কনটেন্ট ক্রিয়েটর, লেডিস পার্লারসহ সর্বমোট ১৬ জন উদ্যোক্তা, সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিককে এ এওয়ার্ড প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে জুরি প্যানেলে ছিলেন ফ্যাশন ডিজাইনার ও সমাজসেবক রওশন আরা চৌধুরী, শিক্ষাবিদ সেবক সাফিয়া গাজী রহমান, বারকোড গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মনজুরুল হক ও র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট