চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সমাজ উন্নয়নে মমতার দীর্ঘ দিনের পথচলা

৩ ফেব্রুয়ারি, ২০২০ | ১:১৪ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংস্থা ‘মমতা’। মমতা’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্প্রতি অনুষ্ঠিত হয় । এ উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও গুণীজন সংবর্ধনা আয়োজিত হয়। এর মধ্যে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এর মতো আকর্ষণীয় বিষয়ও। নগরীর টাইগার পাসস্থ নেভী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠান মালার শুরুতে নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হতে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রা অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। মমতা’র সভাপতি বদিউজ্জামান খান ননী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। উদ্বোধন করেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম ও অনুকূল ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার কামাল মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সাংসদ ও মমতা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবিহা নাহার বেগমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। সমাপনী পর্বে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক ও উদ্বোধন করেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক লায়ন্স গভর্নর মনজুর আলম (মঞ্জু)। অনুষ্ঠানে অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর রেজিস্ট্রারার ডেভ ডোলান্ড, বাংলাদেশ সিমেন্ট,আয়রন এন্ড মার্চেন্ট এসোসিয়েশনের মহাসচিব আশফাক আহমেদ এবং সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক নেত্রবৃন্দ এবং সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট