চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাঁশখালীতে কুম্ভ‌মেলার তৃতীয় দি‌নে ধর্ম‌ সম্মেলন

বাঁশখালী সংবাদদাতা

২ ফেব্রুয়ারি, ২০২০ | ১০:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বিংশতম আন্তর্জা‌তিক ঋ‌ষিকুম্ভ ও কুম্ভ‌মেলার ৩য় দি‌নে ধর্ম স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ র‌বিবার (২ ফেব্রুয়া‌রি) সন্ধ‌্যায় অনু‌ষ্ঠিত ধর্ম স‌ম্মেল‌নে পৌর‌হিত‌্য ক‌রেন চট্টগ্রা‌মের তুলসীধাম ও বাঁশখালী ঋ‌ষিধা‌মের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। কুম্ভ‌মেলা উদযাপন প‌রিষ‌দের আহ্বায়ক ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পা‌লিতের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত ধর্ম স‌ম্মেল‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন অর্থ মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সদস‌্য মোস্তা‌ফিজুর রহমান চৌধুরী এম‌পি।
ধর্ম স‌ম্মে‌লেনের প্রধান ধর্মীয় বক্তা ছি‌লেন ভারতের জুন আখেরা হতে আগত শ্রীমৎ স্বামী সঞ্জয় গিরি মহারাজ, বৃন্দাবনের শ্রীধাম হতে আগত শ্রীমৎ স্বামী নীলমনি মহারাজ, উত্তর প্রদেশ মথুরা ওম সেবাধামের শ্রীমৎ ভাগবদ্ দৈবজ্ঞ বাণী জ্যোতিষ সংস্থানের আচার্য্য শ্রী গোপাল কৃষ্ণ মহারাজ, ও রাশিয়ার ইউক্রেন ভক্তিবেদান্ত গীতাশিক্ষা সেন্টারের ভাইস প্রিন্সিপাল শ্রী অর্চ্চম কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
কুম্ভ‌মেলা উদযাপন প‌রিষ‌দের  মহা‌শোভাযাত্রা উপক‌মি‌টির আহবায়ক প্রদীপ গু‌হ ও সুজন করের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বক্তব‌্য রা‌খেন, বাঁশখালী থানা অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ক‌রিম মজুমদার, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, বাহারছড়া ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান অধ‌্যাপক তাজুল ইসলাম, ঋষিকুম্ভ মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব এডভোকেট অনুপম বিশ্বাস, যুগ্ম আহবায়ক এডভোকেট তপন কান্তি দাশ, শ্রী গুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল দেব, ঋষিকুম্ভ মেলা উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব শ্যামল কান্তি দাশ, ডা. আশীষ কুমার শীল, যুগ্ম আহবায়ক ভূপাল গুহ, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, মাস্টার রমেন্দ্র রায় চৌধুরী, ঝুন্টু কুমার দাশ, টুটুন চক্রবর্ত্তী, শিব শংকর দাশ, রাজীব গুহ, নন্দন শীল, শ্রীমতি পান্না পাল, শেখর চৌধুরী প্রমুখ।
প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে সাংসদ মোস্তা‌ফিজুর রহমান চৌধুরী এম‌পি ব‌লেন, এ সরকার ক্ষমতায় থাক‌লে সকল ধ‌র্মের লোকজন নিরাপ‌দে বসবাস কর‌তে পা‌রে। স্ব-স্ব ধর্মীয় কার্যা‌দি নিরাপ‌দে পালন কর‌তে পা‌রে। তি‌নি কুম্ভ‌মেলায় ২০ লক্ষ টাকা অনুদা‌নের আশ্বাস প্রদান ক‌রেন। ধর্মীয় আ‌লোচনা সভা শে‌ষে দে‌শের খ‌্যাতিনামা শিল্পী ফ‌কির সাহাব উ‌দ্দিন সঙ্গীত প‌রি‌বেশনা ক‌রেন।
পূর্বকোণ/অনুপম-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট