চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রতীকী ছবি

৯৯৯-এ ফোন, শিশু লাঞ্ছনার অভিযোগে রঙমিস্ত্রি আটক

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার পশ্চিম ফিরোজশাহ কলোনির সি লেইন থেকে শিশু লাঞ্ছনার অভিযোগে এক রঙমিস্ত্রিকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম ইউসুফ আলী (৪৮)। ভুক্তভোগী শিশুর অভিভাবক ৯৯৯-এ ফোন করে পুলিশকে অভিযোগ জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইউসুফ আলীকে আটক করে। তার বাড়ি নোয়াখালীর চাটখিলে, সে বর্তমানে চট্টগ্রামের গোলপাহাড়ে  বাস করছে বলে পুলিশসূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আকশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ৯৯৯ নম্বরে আসা শিশু লাঞ্ছনার ঘটনার অভিযোগের ভিত্তিতে আকবর শাহ থানার পশ্চিম ফিরোজশাহ কলোনির সি লেইন থেকে এক রঙমিস্ত্রিকে আটক করা হয়। শিশুটি ক্লাস টুতে পড়ে। খেলাচ্ছলে আট বছরের ওই শিশুটির গায়ে রঙমিস্ত্রি ইউসুফ আলী খারাপ উদ্দেশ্য নিয়ে হাত দিচ্ছিল বলে শিশুটির মা অভিযোগ করেন। তিনি আরো বলেন, এরপর থানায় এসে শিশুটির বাবা অভিযোগ করলে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’এ তার নামে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজুর।

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট