চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারা চাতরী চৌমুহনিতে উচ্ছেদ অভিযান শুরু

আনোয়ারা সংবাদদাতা

২ ফেব্রুয়ারি, ২০২০ | ১২:৩৮ অপরাহ্ণ

আনোয়ারা  চাতরী  চৌমুহনীতে  অবৈধ  দখলদারদের উচ্ছেদ করতে অভিযান শুরু করা হয়েছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায়  সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে  এবং উপসচিব  মনোয়ারা বেগমের নেতৃত্বে এই অভিযান  চলছে।

জানা যায়, দীর্ঘ  দিন ধরে  আনোয়ারা  পিএবি সড়কের দু’পাশে চাতরী  চৌমুহনীতে অবৈধভাবে দোকানপাট গড়ে তোলে স্থানীয়রা। ইতিপূবে সওজ কয়েকবার অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছিল। বঙ্গবন্ধু  ট্যানেলের সংযোগ সড়কে সংযুক্ত করতে উচ্ছেদ অভিযান করা হচ্ছে।

দোহাজারী সওজ বিভাগের  নির্বাহী  প্রকৌশলী  সুমন সিংহ বলেন,  ‘বিকেল পর্যন্ত একটানা  উচ্ছেদ অভিযান  চলবে।’

উপসচিব মনোয়ারা বেগম বলেন, ‘সরকারি অধিগ্রহণকৃত জায়গায়  গড়ে তোলা অবৈধ স্থাপনা  উচ্ছেদ  করা হচ্ছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট