চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বাওয়া স্কুলে ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের অনুষ্ঠান ‘লায়ন্সের সেবা কার্যক্রমকে ছাত্রীরা অনুকরণ করবে’

২ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:০৪ পূর্বাহ্ণ

নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত চক্ষু পরীক্ষা, ডেন্টাল কেয়ার, কর্মচারীদের শীতকালীন কম্বল ও ছাত্রীদের মাস্ক বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর কামরুন মালেক।
তিনি বাওয়া স্কুলের অব্যাহত সাফল্যের প্রশংসা করেন এবং স্কুলে ডায়নামিক সিটির সেবাকর্মে কোমলমতি শিশুদের মনে সেবাব্রত জাগ্রত হবে বলে প্রত্যাশা করেন। এসময় তিনি নৈতিক দায়িত্ববোধ থেকে এসব সেবা কার্যক্রম করায় ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব সদস্যদের ধন্যবাদ জানান। রিজিয়ন চেয়ারপার্সন লায়ন শওকত আলী চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ডিস্ট্রিক গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন বাওয়া স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়শ্রী সেন, সহকারী অধ্যক্ষ রাজিয়া বেগম, লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর কেবিনেট সেক্রেটারি লায়ন জি. কে. লালা, কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, গভর্নর এডভাইজার লায়ন মামুনুর রশীদ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আফরোজা বেগম, জোন চেয়ারপার্সন লায়ন কবিরুল ইসলাম, লায়ন ইঞ্জিনিয়ার মুকুল সরকার, ডায়নামিক সিটি ক্লাব সভাপতি লায়ন ইকবাল হোসেন মজুমদার, লায়ন আবদুল মান্নান, লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন মনজুর আলম, লায়ন আবদুল মতিন, লায়ন ওমর ফারুক মুন্না, লায়ন খোরশেদ আলম, লিও শাহরিয়ার ইকবাল প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট