চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এইউডব্লিউ ওপেন হাউজ ডে’তে উপচেপড়া ভিড়

২ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:০১ পূর্বাহ্ণ

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র (এইউডব্লিউ) ওপেন হাউজ ডে’তে অভিভাবক ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। ২০২০ সালের ভর্তি প্রক্রিয়াকে সামনে রেখে চট্টগ্রামে এইউডব্লিউ’র নগরীর ২০/এ এম এম আলী রোডস্থ ক্যাম্পাসে এর ওপেন হাউজ গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

আগ্রহী অভিভাবক ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা এইউডব্লিউ সম্পর্কিত ভর্তি প্রক্রিয়া, কার্যক্রম ও একাডেমিক তথ্য ওপেন হাউজ ডে-তে অংশগ্রহণ করার মাধ্যমে সংগ্রহ করে। ২০২০ সালে ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছু প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ে পাঠদানকারী আন্তর্জাতিক ফ্যাকাল্টি, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করার সুযোগ পেয়েছে। বিশেষত এইউডব্লিউতে পরিচালিত পাঁচটি মেজর কোর্স তথা বায়োইনফরম্যাটিক্স, পাবলিক হেলথ, এনভাইরনমেন্টাল সায়েন্স, পিপিই (পলিটিক্স, ফিলোসফি এন্ড ইকোনোমিক্স) এবং অর্থনীতি সহ ডাবল মেজর কোর্স, মাইনর কোর্সের বিষয় সম্পর্কে আন্তর্জাতিক ফ্যাকাল্টিারা ওপেন হাইজ ডে তে আগত আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব এবং গাইড লাইন প্রদান করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম যেমন এইউডøব্লিও -সায়েন্স এন্ড ম্যাথ সেন্টার, এইউডøবিউ ­- রাইটিং সেন্টার, এইউডøবিউ- ক্যারিয়ার ডেভেলপম্যান্ট সেন্টার, এইউডøবিউ- হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার, অফিস এফ স্টুডেন্ট এ্যাফেয়ার্স, এইউডøবিউ’র শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত বিভিন্ন ক্লাব, কমিউনিটি কার্যক্রম সহ ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট ওপেন হাউজ ডে-তে আগত স্টেকহোল্ডারদের বিভিন্ন তথ্য উপাত্ত প্রদান করেছে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকদের পছন্দের কেন্দ্রবিন্দু হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। এছাড়াও আগ্রহী শিক্ষার্থীরা তাৎক্ষনিক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের প্রতিনিধিদের সহায়তায় আবেদন ফরম পূরন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিও জন্য আবেদন করতে পেরেছে। ওপেন হাউজ ডে তে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি ছিল সম্পূর্ণ বিনামূল্যে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট