চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চিটাগাং চেম্বারে স্ট্যান্ডিং সাব- কমিটির ওরিয়েন্টেশন মিটিং

২ ফেব্রুয়ারি, ২০২০ | ২:৫৪ পূর্বাহ্ণ

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ মেয়াদের জন্য গঠিত সকল স্ট্যান্ডিং সাব-কমিটির ওরিয়েন্টেশন মিটিং গতকাল শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সভায় ২১টি সাব-কমিটি ও ২টি প্রস্তাবিত এডহক কমিটির আহবায়ক, যুগ্ম-আহবায়ক ও সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন। চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে চেম্বার সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, পরিচালকবৃন্দ মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), এস. এম. আবু তৈয়ব, অঞ্জন শেখর দাশ, মো. শাহরিয়ার জাহান, নাজমুল করিম চৌধুরী শারুন, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ ও ফাহিম আহমদ ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পলিসি বিষয়ক সাব-কমিটির আহবায়ক ড. মো. সেলিম উদ্দিন এবং বিভিন্ন সাব-কমিটির আহবায়ক, যুগ্ম-আহবায়ক ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় চেম্বার পরিচালকবৃন্দ বেনজির চৌধুরী নিশান, হাসনাত মো. আবু ওবাইদা, মো. আবদুল মান্নান সোহেল, সালমান হাবীব, সাকিফ আহমেদ সালাম ও শাহজাদা মো. ফৌজুল আলেফ খানসহ সাব কমিটির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম সাব-কমিটিগুলোর কার্যপরিধি তুলে ধরেন যার মধ্যে প্রত্যেক সেক্টরের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, আলাপ-আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধানের উপায় উদ্ভাবন, সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণ প্রদান, বিষয়ভিত্তিক সেমিনার, কর্মশালা ইত্যাদি আয়োজনের মাধ্যমে এসব খাতের উন্নয়নে করণীয় নির্ধারণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নীতিমালায় অন্তর্ভূক্তকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেম্বার পরিচালকমন্ডলীর নিকট উপস্থাপন করেন। পরবর্তীতে চেম্বারের পক্ষ থেকে এসব বিষয়ে সরকারকে অবহিত করা হবে বলে তিনি জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট