চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সম্মিলিত আবৃত্তি জোটের আবৃত্তি উৎসব শিল্পকলায়

২ ফেব্রুয়ারি, ২০২০ | ২:৪৭ পূর্বাহ্ণ

‘রক্তঝরা আটই ফাগুন অহংকারের দীপ্ত আগুন’ শিরোনামে সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার আয়োজন করেছে দু’দিনব্যাপী আবৃত্তি উৎসব ২০২০। আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে জোটভুক্ত সংগঠনসমূহের শতাধিক শিল্পীর অংশগ্রহণে বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে শুরু হবে দু’দিনের এ আয়োজন। উৎসব আয়োজনে থাকছে একক আবৃত্তি, দ্বৈত আবৃত্তি, কবি কন্ঠে কবিতা ও ছড়া পাঠ, শোভাযাত্রা ও বৃন্দ আবৃত্তি। উৎসবে বিভিন্ন পরিবেশনায় অংশ নিচ্ছে জোটভুক্ত সংগঠন বোধন আবৃত্তি পরিষদ, দৃষ্টি চট্টগ্রাম, স্বপ্নযাত্রী আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাস, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, শৈশব বাচিক চর্চা কেন্দ্র, চট্টগ্রাম আবৃত্তি একাডেমি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, অঙ্গণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একুশ আবৃত্তি ও মানবিকতা চর্চা কেন্দ্র, উদীড়ন আবৃত্তি নীড়, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি, পা-ুলিপি আবৃত্তি দল, চট্টলা আবৃত্তি দল, ডিঙ্গী সাংস্কৃতিক সংগঠন এবং বৈখরী আবৃত্তি আলয়। উল্লেখ্য, দুইদিনের এ উৎসব উৎসর্গ করা হয়েছে সম্মিলিত আবৃত্তি জোটের সাবেক সভাপতি আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের স্মৃতির প্রতি। উৎসবে আবৃত্তিপ্রেমী সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জোটের সভাপতি আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. মুজাহিদুল ইসলাম।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট