চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনাভাইরাস ইস্যুতে বেইজিংকে সহযোগিতা করুন : ইরান

২ ফেব্রুয়ারি, ২০২০ | ২:১৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভয়াবহ রূপ নিয়েছে চীনের করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে চীনে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বেইজিংকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি শুক্রবার রাতে এক টুইটার বার্তায় এ আহ্বান জানান। করোনাভাইরাসকে গোটা বিশ্বের জন্য বিপর্যয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই ভাইরাস নির্মূলের কাজে বিশ্বের সকলের উচিত চীন সরকারকে সহযোগিতা করা।
সাইয়্যেদ আব্বাস মুসাভি ওই বার্তায় আশা প্রকাশ করে লিখেছেন, চীনাদের কড়া প্রশাসন, দায়িত্ব অনুভূতি এবং কঠোর পরিশ্রমের যে ইতিহাস রয়েছে তাতে তারা বর্তমান কঠিন পরিস্থিতি থেকে অচিরেই উৎরে যাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট