চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা

সুনাগরিক হতে সুশিক্ষা অত্যাবশ্যক

মফস্বল ডেস্ক

২ ফেব্রুয়ারি, ২০২০ | ১:২৪ পূর্বাহ্ণ

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে উপজেলার বিভিন্ন স্থানে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, সুনাগরিক হতে সুশিক্ষা অত্যাবশ্যক।
মীর নোয়াবুল হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়: হাটহাজারীস্থ প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুনদের বরণ করা হয়েছে গত ৩০ জানুয়ারি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দীন রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আরফিন মুক্তা, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ আলম, প্রবীণ শিক্ষিকা নুর নাহার বেগম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাটহাজারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আজম, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়–য়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. সোলাইমান চৌধুরী, শিক্ষিকা আলফাত আক্তার, প্রাক্তন শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী ফাতেমা তুজ জুহুরা রাজি ও নবীন শিক্ষার্থী কবির আহামদ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মীর ইদরিস।
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ঞোমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, রাঙ্গামাটি বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী এআর মুজিব, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, রাঙ্গামাটি জেলা প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, লিচু বাগান আবাসিক প্রকৌশলী এরদশ চাকমা, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন, জেলা আ.লীগের সদস্য নিউচিং মারমা, পুলক বড়ুয়া, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ফরিদ মিয়া তালুকদার, প্রভাষক রঞ্জিত কুমার রায়, রবার্ট ত্রিপুরা, শামসুল আলম, বিশ্ব নাথ চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিভীষন চাকমা, কাপ্তাই বিদ্যুৎ বিভাগের উচ্চমান সহকারী আবুল কালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখ্যোইমং চৌধুরী, উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন, রেঅংঙ্গা মারমা, জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, পুলক চৌধুরী, আলঙ্গীর হোসেন, আদুমং মারমা প্রমুখ।
তৈলারদ্বীপ এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়: আনোয়ারার নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গত ২৯ জানুয়ারি। প্রধান শিক্ষক হামিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেদা খান। সিনিয়র শিক্ষক মো. শাহ আলমের সঞ্চালনায় বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দাতা সদস্য আবদুল গাফফার চৌধুরী, অভিভাবক সদস্য মো. শওকত আলী, নুরুল ইসলাম, আবদুল হাফেজ, আবদুল কাদের, দিলোয়ারা খানম, শিক্ষক মাহমুদুল্লাহ, আবদুল আলিম প্রমুখ।
চন্দনাইশ ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে গত ২৯ জানুয়ারি। প্রধান শিক্ষক ওসমান আলীর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়–য়া, পরিচালনা পরিষদ সদস্য মাস্টার মাহফুজ মিঞা, ফজলুল কবির চৌধুরী, রাখাল চন্দ্র দাশ, শ্যামল ভট্টাচার্য্য, পাপিয়া চৌধুরী, সালমা হোসেন শাহীন, তাহমিনা আক্তার, মাওলানা মোজাহেরুল ইসলাম, টিটু রানী দে, বাপ্পী শীল, দীপ্ত বড়–য়া, বিলাস বড়–য়া, রূপন কান্তি দে, নাঈমা তাহের, আসমা তাহের, বিদায়ী শিক্ষার্থী কানিজ ফাতেমা মনি, শিক্ষার্থী উম্মে সালমা সাইমা, ইশমা প্রমুখ।
ফতেপুর উচ্চ বিদ্যালয়: হাটহাজারীস্থ প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণিতে নবীনবরণ করা হয়েছে গত ২৮ জানুয়ারি। শিক্ষানুরাগী সদস্য বজল হকের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. শামীম। জানে আলমের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মহসিন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য এম ইকবাল বাহার, মো. আইয়ুব, সাইদুল হক সুমন, মো. ফারুক, শামীমা আক্তার, ফাতেমা সিদ্দিকা, জমির উদ্দীন, জসিম উদ্দীন, মো. হাবীব প্রমুখ।
গাছবাড়িয়া এনজি সরকারি উচ্চ বিদ্যালয়: চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে গত ২৯ জানুয়ারি। প্রধান শিক্ষক এমএ মতিনের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন শিক্ষক শাহজাহান আজাদ, আবদুল্লাহ আল হারুন, হামিদা বিনতে মাহাবুব, মাও. নুরুল ইসলাম, লক্ষী রানী ভট্টাচার্য্য, আবদুল আজিজ, মিতা বড়–য়া, রনজিত কুমার দে, মৃদুল কান্তি পাল, কামাল উদ্দিন, মনজুর উদ্দিন, আয়ূব আলী, শাখাওয়াত হোসেন, শিক্ষার্থী চৈতী বড়–য়া প্রমুখ।
বাঁশখালী পালেগ্রাম হাকিম মিঞা আলিম মাদ্রাসা: প্রতিষ্ঠানের উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত ৩০ জানুয়ারি। অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. জসিম উদ্দিন তৈয়বীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম। সিনিয়র শিক্ষক মাওলানা আবু নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মো. ইউনুচ, আবুল কাশেম, জসিম উদ্দিন, আবদুর রহমান, কামরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী দিদারুল আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মীর আহমদ আনছারী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট