চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

লামায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, লামা

২ ফেব্রুয়ারি, ২০২০ | ১:১২ পূর্বাহ্ণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলায় দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৩০ জানুয়ারি দুপুরে উপজেলার লাইনঝিরি মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে ‘দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায়’ এবং ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য তানফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সহ-সুপার কাজী মোহাম্মদ ইলিয়াছ, সহকারী সিনিয়র শিক্ষক সাহাব উদ্দিন রিটু, এসএম আহসান উল্লাহ ও লামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান। শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট