চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্বস্তি

১ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:০৭ পূর্বাহ্ণ

গতকাল শুক্রবার কাতালগঞ্জস্থ ডেকোরেশন গলিতে অগ্নিদুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির রেশ সারতে না সারতে আজ আবারও একই এলাকায় অগ্নিকা-ে বিপন্ন শত শত পরিবার। অসহায় এই মানুষগুলো কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েছে ।

সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হওয়া নিম্ন আয়ের মানুষগুলোর আহজারিতে যেকোনও মানুষের হৃদয় কম্পিত হবে। বিপর্যস্ত আর আতংকিত এসব মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত ত্রাণ সামগ্রী। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের প্রতি এসকল অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

গতকাল শুক্রবার দুপুরে ৮নং শুলকবহর ওয়ার্ডের কাতালগঞ্জস্থ ডেকোরেশন গলিতে অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০৫টি পরিবারের মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণকালে কাউন্সিলর মোরশেদ আলম উপরোক্ত কথাগুলো বলেন।

ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, ৭ ও ৮নং (সংরক্ষিত) ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, পাঁচলাইশ থানা আওয়ামীলীগ নেতা এস.এম. খালেদ বাবলু, কাতালগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ইমরানুল হক, সাধারণ সম্পাদক মোঃ রফিক আহমদ, মোঃ এনামুল হক, মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, ৪২নং (সাংগঠনিক) ওয়ার্ড আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা আনোয়ারা আলম, পলিটেকনিক্যাল ইউনিট আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. আসাদ, যুবলীগ নেতা সাইফুল মান্নান শিমুল, জসিম উদ্দিনসহ প্রমুুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট