চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাণী অর্চনা অনুষ্ঠানে চবি উপাচার্য ধর্মীয় মূল্যবোধ আদর্শিক চেতনায় উজ্জীবিত করে

১ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:০৪ পূর্বাহ্ণ

সনাতন ধর্ম পরিষদ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উদ্যোগে বাণী অর্চনা উপলক্ষে গত বৃহস্পতিবার চবি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- পূজা, পুষ্পাঞ্জলি, আলোচনা সভা, মহাপ্রসাদ বিতরণ, ভক্তিমূলক গান ও নামসংকীর্তন, সন্ধ্যারতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা, শিক্ষক সমিতির সা. সম্পাদক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা এবং অদুল কান্তি চৌধুরী। উপাচার্য তাঁর ভাষণে সনাতন ধর্মাবলম্বীসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ মানুষকে নীতি-নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়। দেবী পূজার এ পূণ্যক্ষণে সকলের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে পড়–ক উপাচার্য এ প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ধর্মীয় নিয়মনীতি অনুসরণ, চর্চা এবং প্রতিপালন শিক্ষার্থীদেরকে সৎ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে। প্রফেসর ড. তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে এবং প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদারের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। আলোচক ছিলেন প্রফেসর বেনু কুমার দে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট