চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের চিকিৎসা ক্যাম্প

১ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:০৪ পূর্বাহ্ণ

‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্ট’ পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’-এর ব্যবস্থাপনায় মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ইস্পাহানী সি. গেইট শাখার তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় হযরত আকবর শাহ (র.) দাতব্য চিকিৎসালয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার নগরীর পাহাড়তলী আকবর শাহস্থ অগ্নিশিখা ক্লাবে মোহাম্মদ জহুরুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চসিক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ। প্রধান অতিথির বলেন, রোগগ্রস্ত দরিদ্র মানুষকে তাদের মৌলিক অধিকার ‘চিকিৎসা সেবা’ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্ট’ গুরুত্বপূর্ণ ও কার্যকরি ভূমিকা রেখে চলছে। দরিদ্র অসহায় রোগীদের মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন সহায়তার পাশাপাশি রোগীর মানসিক শক্তি বৃদ্ধি ও চিকিৎসার ব্যয় বহন করে এ ট্রাস্ট মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ডাক্তার তানিয়া শবনম, দারিদ্র্য বিমোচন পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আলহাজ¦ শাহরিয়ার মাহমুদ (মনির), সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সহ-সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ মোস্তফা ও হাফেজ মোহাম্মদ ইউসুফ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট