চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ক্লাব অব চিটাগাং কলেজিয়েটস ৮৬’র শততম সভা

১ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৫৮ পূর্বাহ্ণ

আগ্রাবাদের কপার চিমনি রেস্টুরেন্টে গতকাল শুক্রবার ক্লাব অব চিটাগাং কলেজিয়েটস ৮৬’র শততম মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিওসি’৮৬ এর আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজ। সভায় বক্তারা দেশে ক্রমবর্ধমান ধর্ষণ প্রতিরোধে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। শততম সভায় বিগত সভাগুলোর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরা হয়, সেখানে বিভিন্ন সময় চট্টগ্রাম শহরের সমস্যাগুলো বিশেষ করে, শহরের জলাবদ্ধতা, রাস্তাঘাটের সংস্কার, ট্রাফিক ব্যবস্থা, প্রতিবন্ধীদের সামাজিক মূল্যায়ন, মাদক ও শিশু নির্যাতনের মত বিষয়গুলো স্থান পেয়েছে। এছাড়া সড়কের নিরাপত্তা বিধানে নতুন সড়ক আইনের প্রয়োগ স্থগিত হওয়ায় প্রতিটি সড়ক প্রতিদিন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে বলে মত প্রকাশ করেন ও এই সকল বিষয়ে সরকারের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। সিওসি’র কার্যক্রমকে সংবাদ মাধ্যমে প্রচারে সহযোগিতা করায় দৈনিক পূর্বকোণকে এবং প্রতিটি সভায় সিওসির পাশে থাকায় নিউরাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, ডা. আবু তোহা মো. রেজওয়ানুল হক ভূইয়া, ডা. সুনাম বড়–য়া, ডা. অসীম কুমার চৌধুরী, ডা. মাসিউজ্জামান আলফা, অধ্যাপক শাহ্জান কবির ভুঁইয়া, ডা. আশরাফুল করিম, ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, ডা. সাগর চৌধুরী, ডা. শৈবাল বড়–য়া, ডা. রায়হান, ডা. মুশদিকুর রহমান পিকু, ডা. হাসান মুরাদ, ডা. ঈসা চৌধুরী, ডা. তারেক সুমন, ইঞ্জিনিয়ার তারেক ইকবাল, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান রূপক, শাহ্ মোহাম্মদ ইমরান, শেখ মোহাম্মদ খালেদ, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট