চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নগরীতে শিক্ষার্থীদের জন্য চলাচলরত বিআরটিসি বাসের নতুন সময়সূচি

১ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:২৮ পূর্বাহ্ণ

আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ১০টি বিআরটিসি দ্বিতল বাসের রুট ভিত্তিক সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য উঠা-নামা ৫ টাকা ও তাদের অভিভাবকদের জন্য ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক জানান, শিক্ষার্থীদের নিয়ে যাতায়াতের জন্য

নগরীতে ২টি রুট নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার রুটিনে বর্ণিত তারিখে সকালে পরীক্ষা শুরুর পূর্বে ১নং রুটে জন্য বহদ্দারহাট থেকে মুরাদপুর হয়ে নিউমার্কেট সকাল ৮টা, বহদ্দারহাট থেকে নিউমার্কেট সকাল ৮টা ২৫ মিনিটে, নিউমার্কেট থেকে বহদ্দারহাট সকাল ৮টায় ছাড়বে। পরীক্ষা শেষে হওয়ার পর নিউমার্কেট থেকে মুরাদপুর হয়ে বহদ্দারহাট দুপুর ১টা, নিউমার্কেট থেকে বহদ্দারহাট দুপুর ১টা ২০ মিনিটে এবং বহদ্দারহাট থেকে নিউমার্কেট দুপুর ১টা ৫ মিনিটে ছাড়বে।

২নং রুটে পরীক্ষা শুরুর পূর্বে শিক্ষার্থীদের জন্য বাস অক্সিজেন থেকে আগ্রাবাদ সকাল ৮টা, অক্সিজেন থেকে আগ্রাবাদ সকাল ৮টা ১৫ মিনিটে, আগ্রাবাদ থেকে অক্সিজেন সকাল ৮টায় ছাড়বে। পরীক্ষা শেষে আগ্রাবাদ থেকে অক্সিজেন দুপুর ১টা ১০ মিনিটে, আগ্রাবাদ থেকে অক্সিজেন দুপুর ১টা ২০ মিনিটে এবং মুরাদপুর থেকে আগ্রাবাদ দুপুর ১টা ৫ মিনিটে ছাড়বে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বাসগুলো পূর্বের নিয়মে চলাচল করবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট