চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আটকে যাওয়া গৃহকর্মী উদ্ধার হিলভিউর বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

১ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:২০ পূর্বাহ্ণ

নগরীতে রান্না ঘরের গ্যাস লাইন লিকেজ হয়ে একটি বহুতল ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোন খবর পাওয়া না গেলেও ফায়ার সার্ভিস জানিয়েছেন আগুনে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে অগ্নিকা-ের সময় ফ্ল্যাটের বেলকনিতে এক গৃহকর্মী আটকা পড়ে। পরে জাহেদা (২২) নামে ওই গৃহকর্মীকে উদ্ধার করে ফায়ার কর্মীরা। চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ পূর্বকোণকে বলেন, ‘অগ্নিকা-ের

সময় গৃহকর্মী জাহেদা পেছনের বেলকনিতে আটকা পড়ে। ধোঁয়ার কারণে ভয়ে বেলকনি থেকে লাফ দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু প্রত্যক্ষদর্শী লোকজন তাকে সান্ত¡না দেয়। পরে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হেদায়েত ঝুঁকি নিয়ে ভবনের বাইরে থেকে বেলকনিতে উঠে ওই গৃহকর্মীকে উদ্ধার করেন’।

ফায়ার সার্ভিস জানায়, হিলভিউ আবাসিক এলাকার ৯ তলা ভবনের ৭ম তলায় শেখ আশিকুল মাওলার বাসায় রান্না ঘরের চুলা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের রান্নাঘরসহ আসবাবপত্র পুুড়ে যায়। তবে কোন হাতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম পূর্বকোণকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুই লাখ টাকা ক্ষয়ক্ষতি হলেও ফায়ার কর্মীরা প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট