চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপজেলায়

মফস্বল ডেস্ক

১ ফেব্রুয়ারি, ২০২০ | ২:১৭ পূর্বাহ্ণ

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে উপজেলার বিভিন্ন স্থানে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, আগামী দিনের স্বপ্নপূরণে দৃঢ় মনোবলে এগিয়ে যেতে হবে শিক্ষার্থীদের।
গাছবাড়িয়া মমতাজ বেগম উচ্চ বিদ্যালয়: চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে গত ২৮ জানুয়ারি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শামসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন ডা. মো. সাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, একাডেমিক সুপারভাইজর বিপিন চন্দ্র রায়, আ.লীগ নেতা শেখ টিপু চৌধুরী, কামরুল হাছান, রোকেয়া বেগম, হেলাল উদ্দিন, নুরুল হাকিম, কামাল উদ্দিন, শিক্ষক বিজয় কৃষ্ণ ধর, উজ্জল চক্রবর্ত্তী, সুমন শর্মা, সুপণা বডুয়া, লুৎফুর ন্নেছা, প্রশান্ত কুমার শর্মা, শওকত হোসেন, সাজেদা সুলতানা, শিক্ষার্থী শাহানা ইসলাম মুনতাসির, ডলি আকতার, কুমকুম আকতার প্রমুখ।
নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়: ফটিকছড়ির নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রদের বরণ করা হয়েছে গত ২৯ জানুয়ারি।

প্রধান শিক্ষক মো. শাহাজাহানের সভাপতিত্বে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মো. বাকের। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য মুহাবুবুল আলম রিমু, পূরবী বড়–য়া, ফোরকান হোসেন, ডা. জসীম উদ্দিন, শরিফুল্লাহ ছিদ্দিকী প্রমুখ।
পটিয়া জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়: বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন। শিক্ষক দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মোহাং ইসহাক ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। উদ্বোধনী বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার দাশ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল-হাসান। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন আবুল কাশেম। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইদ্রিচ। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ শাহাদাৎ হোসেন ফরিদ।

কচুখাইন মিয়া আলী উচ্চ বিদ্যালয়: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রদের বরণ করা হয়েছে গত ২৮ জানুয়ারি। বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মো. আলী, দাতা সদস্য মকবুল হোসেন, শাখাওয়াত হোসেন, পূর্ব কচুখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আলমগীর, মোকামী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম সোলেমান বাদশা, সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন, ফারহানা গণি, শিক্ষানুরাগী সদস্য শামসুল হাসান, এসএম মো. মিয়া, অভিভাবক সদস্য আবুল কালাম, খায়েজ আহমদ, সালেহ আহমদ বাবুল, শেখ মঈনুদ্দিন রিপন, শেখ রাসেল। শিক্ষক বিশ্বনাথ দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিজয় ভট্টাচার্য্য, রহিম উল্লাহ, শিক্ষক নুর হোসেন, আবু বক্কর সিদ্দিক, রানু বিশ্বাস, আব্দুল করিম, রতœা প্রভা দাশ, সনদ রুদ্র, শাহাদাত হোসেন, মেহেরুন্নেছা, নুর মোহাম্মদ, বিকাশ দাশ, তাপস সেন প্রমুখ।
সাতকানিয়া চরপাড়া ইসলামী জাগ্রত একতা সংঘ: সংগঠনের উদ্যোগে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে গত ৩০ জানুয়ারি। স্থানীয় একটি কমিনিউটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সালাহউদ্দিন হাসান চৌধুরী। সংগঠনের উপদেষ্টা মো. ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সাতকানিয়া আলিয়া এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মাওলানা খাজা মঈনুদ্দিন চিশতী। সংগঠনের প্রচার সম্পাদক মিসবাহ ও প্রচার সম্পাদক আকিব উদ্দিন সাগরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কাউন্সিলর মো. সাইফুল আলম সোহেল, যুবদল নেতা মিজানুর রহমান, প্রধান শিক্ষিকা বেবি আক্তার, মাস্টার জাগীর হোসেন, শিক্ষক মো. হেলাল উদ্দিন, সাইফুল উদ্দিন খালেদ, ফরিদুল আলম, আজগর আলী, জানে আলম, সংগঠনের অর্থ সম্পাদক শওকত আকবর। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মো. হিমন। সভা শেষে এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা: বোয়ালখালীস্থ প্রতিষ্ঠানের উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় গত ৩০ জানুয়ারি। মাদ্রাসা মাঠে পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মাহবুবুর রহমান খান বাবু। প্রধান বক্তা ছিলেন সুপার মাওলানা জাহিদুল হক আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য জয়নাল আবেদীন, বাবুল সোলাইমান, তালুকদার মেম্বার, আবুল বশর সওদাগর, হাজী শামসুল আলম, কাজী মিজানুল কাদের, ছৈয়দ হোসেন তালুকদার, নুরুল আলম, আবদুস সোবহান, ইদ্রীস তালুকদার, ইসমাঈল তালুকদার। মাওলানা নুরুল ইসলাম রহিমীর সঞ্চালনায় শিক্ষক মাওলানা রেজাউল করিম, সাইফুদ্দীন মাষ্টার, আতাউর রহমান, আবু বক্কর, ইদ্রিস রেজভী, ইসমাঈল কাদেরী, হামিদ মাষ্টার, মাওলানা বদিউল আলম, প্রাক্তন ছাত্র জাহেদুর আলম আজাদী, মওলানা জসিম উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, শিক্ষার্থী সাইমুল ইসলাম, আরমান উদ্দীন, কামাল উদ্দীন, ইরফান উদ্দীন, জেরিন আকতার, সুমাইয়া আলম প্রমুখ
রামু গর্জনিয়া উচ্চ বিদ্যালয়: নাইক্ষ্যংছড়ির নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ২৯ জানুয়ারি।
প্রধান শিক্ষক কায়ছার জাহান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সাইফুল ইসলাম চৌধুরী কলিম, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সীমলা প্রভা দে, পরিচালনা কমিটির সদস্য আরিফুল ইসলাম পান্নু। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফখর উদ্দিন, সিনিয়র শিক্ষক মিল্টন দত্ত, আসহাব উদ্দিন, সুকুমার বড়ুয়া, আহমদ শাহ বাবুল, ফেরদৌস, রাশেদ, অসিত পাল, ইয়াসিন, সংবাদকর্মী শাহাদাত হোসেন প্রমুখ। সিনিয়র শিক্ষক আবুল কাশেমের পরিচালনায় মোনাজাত পরিচালনা করেন হেড মাওলানা আবু মুছা কুতুবী।
পটিয়া মনসা স্কুল এন্ড কলেজ: প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার দাশের বিদায় সংবর্ধনা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে গত ২৮ জানুয়ারি। অধ্যক্ষ মো. নুরুল আলম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান।
সহকারী শিক্ষক রূপক শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বিদায়ী শিক্ষক দিলীপ কুমার দাশ, গভর্নিং বডির অভিভাবক সদস্য খাইরুল বশর, অধ্যাপক আবুল মনসুর, অধ্যাপক মো. রফিক, মো. সফিউল আজম, ফারহানা হক, মুবিনুল হক, সুপর্ণা পাল, শিউলী বড়–য়া, সালাহ উদ্দিন, হামিদা বেগম, মঈনুদ্দিন, বাবুল নাথ, সত্যরঞ্জন ধর, জয়া দত্ত, বিশ্বজিৎ দাশ, শিরিন আক্তার, সুলতানা কাউসার, মর্জিনা তাজ টুম্পা, মো. হাসান জিহাদী, মঞ্জু নাথ, রতন কুমার দে, তপতী চক্রবর্তী, শিউলী চৌধুরী, দেলোয়ার হোসেন, প্রণতী চক্রবর্তী, মো. মহিউদ্দিন, তৌহিদুল ইসলাম, মো. ইয়াসিন, আরজু আক্তার প্রমুখ।
বাঁশখালী বৈলছড়ি নজুমুন্নেছা উচ্চ বিদ্যালয়: প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করা হয়েছে গত ২৮ জানুয়ারি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এসএম মাহবুবুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরিচালক মো. তাওয়ারিক আলম। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মুসা সিকদার ও সোনালী ব্যাংক লি. বৈলছড়ি কেবি বাজার শাখার ব্যবস্থাপক অঞ্জন খাস্তগীর। শিক্ষক দীপংকর দে’র সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার বড়–য়া।
বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়: বাঁশখালীস্থ প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করা হয়েছে গত ২৭ জানুয়ারি। বিদ্যালয় মিলনায়তনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি কেএম সালাহউদ্দীন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক ও বিদ্যালয়ের সাবেক ছাত্র প্রকৌশলী উজ্জ্বল মল্লিক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সেনানিবাসের এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার ও সাবেক ছাত্র অজিত কান্তি রুদ্র, সাবেক ছাত্র ক্যাপ্টেন নূর মোহাম্মদ। শিক্ষক প্রদ্যুৎ মিত্র চৌধুরী ও শম্পা দাশের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সদ্যবিদায়ী প্রধান শিক্ষক হৃষিকেশ ভট্টাচার্য্য, সহ-প্রধান শিক্ষক তপন কুমার ধর, প্রধান শিক্ষক একেএম মইনউদ্দীন, অভিভাবক সদস্য প্রেমানন্দ চৌধুরী, মো. ওবায়দুল হক, মো. রেজাউল করিম, লাকী ভারতী, সমাজসেবক পার্থ সারথী চৌধুরী, রূপক চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট