চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বাধীনতা শিক্ষক পরিষদ নগর কমিটির অভিষেক

৩০ জানুয়ারি, ২০২০ | ৫:১৭ পূর্বাহ্ণ

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ), মহানগরীর নব নির্বাচিত কমিটির অভিষেক গত ২৭ জানুয়ারি নগরীর এনায়েতবাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্বাশিপ চট্টগ্রাম মহানগরীর নব নির্বাচিত সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহ- সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ফরহাদুর রহমান চৌধুরী, সহ-প্রধান শিক্ষক খাদিজা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু নাঈম মুহাম্মদ ইব্রাহীম চৌধুরী, অধ্যাপক সোহানা শারমিন তালুকদার, কোষাধ্যক্ষ সিনিয়র শিক্ষক সাদুর রশীদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মুহাম্মদ মাইমুনর রশীদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপিকা জেসমিন আক্তার শিমুল, প্রমুখ। এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের পেশাজীবী সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) মহানগর কমিটি স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের অনুরোধক্রমে কেন্দ্রীয় কমিটির সভাপতি ড.আব্দুল মান্নান চৌধুরী ও মহাসচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর যৌথ স্বাক্ষরে গত ১৮ জানুয়ারি অনুমোদন লাভ করে। কমিটির কর্মকর্তারা হচ্ছেন সভাপতি উপাধ্যক্ষ রেজাউল করিম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ফরহাদুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ মুহাম্মদ কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তৈয়ব, সহ-প্রধান শিক্ষক খাদিজা বেগম, সহ: প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মাহমুদ, অধ্যাপক আবু নাঈম মুহাম্মদ ইব্রাহীম চৌধুরী, অধ্যাপক সোহানা শারমিন তালুকদার, কোষাধ্যক্ষ, সিনিয়র শিক্ষক সাদুর রশীদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মুহাম্মদ মাইমুনর রশীদ, দপ্তর সম্পাদক প্রধান শিক্ষক মুহাম্মদ তমীজ উদ্দিন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক জেসমিন আক্তার শিমুল, প্রচার সম্পাদক সাংবাদিক অধ্যপক শাব্বির আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক নুসরাত সুলতানা, ক্রীড়া সম্পাদক অধ্যাপক মমতাজুল হক, পাঠাগার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ নাসির উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ মহিউল হক, সেমিনার সম্পাদক সহ: প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নাল আবেদীন, আপ্যায়ন সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহমান দুর্জয়, গণশিক্ষা সম্পাদক প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফুল আলম, কার্যনির্বাহী সদস্য প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট