চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পৌর মেয়রের নেতৃত্বে চকরিয়ায় দোকান উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, চকরিয়া-পেকুয়া

৩০ জানুয়ারি, ২০২০ | ৫:০৯ পূর্বাহ্ণ

চকরিয়া পৌরশহরকে যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন রাখতে আবারো অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সন্ধ্যায় চকরিয়া পৌরশহরে এ অভিযান চালান মেয়র মো. আলমগীর চৌধুরীর নেতৃত্বে অন্য কর্মকর্তারা।
জানা গেছে, বিভিন্ন সময় উপজেলা প্রশাসন, পৌর প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালিয়ে আসছিল সড়কে ভাসমান দোকান উচ্ছেদ ও শহরকে পরিচ্ছন্ন রাখতে। অভিযান চালিয়ে যাওয়ার পরপরই আবারো দোকান নিয়ে সড়কে বসে যায় হকাররা। কিন্তু এবার পৌর প্রশাসন সড়কে যাতে কোন অবস্থাতেই হকাররা বসতে না পারে এবং যানজট সৃষ্টি না হয় সেজন্য কোমর বেঁধে নেমেছে খোদ মেয়রসহ অন্য কর্মকর্তারা। প্রতিদিন সকাল-বিকাল হকারদের উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় মেয়র মো. আলমগীর চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। এ সময় পৌরশহরের পুরাতন এসআলম কাউন্টার থেকে শুরু করে থানা রাস্তা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী বলেন, সড়কে কোন অবস্থাতেই ভাসমান দোকান বসতে দেয়া হবে না। পৌরশহরকে যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন রাখতে প্রতিদিনি এ অভিযান চলবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, পৌরসভার ইন্সপেক্টর হায়দার আলীসহ কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট