চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় মেয়র

নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই

৩০ জানুয়ারি, ২০২০ | ৪:৫৫ পূর্বাহ্ণ

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। গতকাল বুধবার নগরীর মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ আর এম শামীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ফাতেমা বেগম, অভিভাবক,শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ। পরে মেয়র শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন ।

আবু হুরায়রা মাদ্রাসা : খুলশী থানাধীন নাসিরাবাদ তুলাতলিস্থ আবুহুরায়া মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ক্লিপটন গ্রুপের সিও ও মাদ্রাসা পরিচালনা পর্যদের সভাপতি এম ডি মহিউদ্দিন। প্রধান আলোচক ছিলেন, নাসিরাবাদ সি ইউনিট আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও তুলাতুলি মহল্লা কমিটির সভাপতি সাবেক ছাত্র নেতা মাহফুজুর রহমান বাবুল। শিক্ষক মফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পর্যদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরী, এম এ তাহের,অধ্যক্ষ সোলেনানি, ফরিদ আহাম্মেদ চৌধুরী,শিক্ষক আনোয়ার হোসেন,সওকত হোসেন। এছাড়া বিদায় অনুষ্ঠানের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
রেলওয়ে পাবলিক হাই স্কুল : পলোগ্রাউ-স্থ শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী-২০২০ এর বিদায় অনুষ্ঠান গতকাল বুধবার বিদ্যালয় ক্যাম্পাসে প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জাহাংগীর আলম। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্যে সভাপতি ও প্রধান অতিথি পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতার উপর জোর দেন। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম।

কাজেম আলী স্কুল : কাজেম আলী স্কুল এন্ড কলেজের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গতকাল বুধবার কলেজের মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুনমুন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদ সভাপতি আলহাজ সাহাবউদ্দিন আহমেদ এবং সভাপতি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে এসএম সাঈদ হোসেন ও শাহাদাত হোসেন। আরও বক্তব্য রাখেন সি. শিক্ষক মু. আব্দুল হান্নান ও সবুজ বড়ুয়া।
প্রধান অতিথি বলেন, এসএসসি পরীক্ষা হচ্ছে উচ্চ শিক্ষা লাভের প্রথম সোপান। তিনি বলেন শিক্ষক ও মা-বাবার দোয়া হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া। পরিশেষে সিনিয়র শিক্ষক মৌলানা সৈয়দ মু. মুছা’র মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।

মুসলিম এডুকেশন সোসাইটি হাইস্কুল : সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন বলেন, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। একজন মানুষের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শিক্ষার শেষ নাই। তাই নিজেকে দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেই জীবনের স্বার্থকতা রয়েছে। গতকাল বুধবার নগরীর মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ আর এম শামীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ফাতেমা বেগম এবং অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা।

পলোগ্রাউন্ড হাইস্কুল : নগরীর পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জানে আলমের সভাপতিত্বে এবং শিক্ষক সৈয়দ মোহাম্মদ খালেদের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে ধর্মীয় শিক্ষক এসএম বোরহান উদ্দিনের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো. একেএম জাবেদুল আলম সুমন, শিক্ষক প্রতিনিধি মো. মেছবাহুল হক, মীর মো. আব্দুল মোনেম, সীমা ভট্টাচার্য প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক কাঞ্চন কান্তি মহাজন, এসএম বোরহান উদ্দিন, রফরফের নূর সিদ্দিকা, শিপ্রা চৌধুরী, সুমাইয়া আক্তার জাহান, রাকিব হোসেন প্রমুখ। সভা শেষে বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট