চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নে ‘প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’

৩০ জানুয়ারি, ২০২০ | ৪:৪৮ পূর্বাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ইপিআই সদর দপ্তর, মহাখালী, ঢাকা এর সার্বিক তত্ত্বাবধানে সারাদেশের ন্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২৯ ফেব্রুয়ারি-২১ মার্চ ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ২৯ জানুয়ারি বুধবার, সকাল ৯টায় চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে ‘প্রশিক্ষক প্রশিক্ষন কর্মশালা’ চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, ইউনিসেফ এর ইপিআই কনসালটেন্ট ডা. এইচ এম আশরাফুজ্জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্ভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. মো. সরওয়ার আলম। ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. হাসান মুরাদ চৌধুরী। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশান ইনচার্জ মো. আবু ছালেহ। সভাপতি বক্তব্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিশাল এক কর্মযজ্ঞ। যা আগামী ২৯ ফেব্রুয়ারি-২১ মার্চ পর্যন্ত তিন সপ্তাহব্যাপী চট্টগ্রাম মহানগর এলাকায় পরিচালিত হবে। উক্ত ক্যাম্পেইন চলাকালীন সময়ে ৯ মাস হতে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ১ম সপ্তাহে প্রাথমিক পর্যায়ের ৪র্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এবং ২য় ও ৩য় সপ্তাহে স্থায়ী/অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। তিনি বলেন, সম্প্রতি চীনে ‘করোনা ভাইরাস’ প্রভাব বিস্তার করায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের দিক-নির্দেশনায় জনসচেতনতা মূলক পত্রিকায় বিজ্ঞপ্তি, ওয়ার্ড পর্যায়ে লিফলেট বিতরণ সহ সব ধরণের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, হাম-রুবেলা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় মেডিকেল অফিসার (ইনচার্জ), জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ান, এনজিও প্রতিনিধিসহ ত্রিশ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট