চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ক্যাডেটদের শিক্ষা সমাপনীর কুচকাওয়াজে শিক্ষামন্ত্রী

দক্ষ জনশক্তি তৈরিতে অবদান রাখছে মেরিন একাডেমি

৩০ জানুয়ারি, ২০২০ | ৪:৩৪ পূর্বাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর আজন্ম স্বপ্নের সবটুকু তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। সে ধারাবাহিকতায় তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখী সমৃদ্ধ তথ্যপ্রযুক্তি নির্ভর সোনার বাংলাদেশ বিনির্মাণে ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সংগ্রাম করে যাচ্ছেন। মন্ত্রী গতকাল বুধবার আনোয়ারায় মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ মেরিন একাডেমিতে পূর্বে একজনের প্রশিক্ষণ খরচ পড়তো চার লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তরুণদের সুবিধার্থে প্রশিক্ষণ ফি কমিয়ে এক লাখ টাকা করেছে। মেরিন প্রশিক্ষণের গুরুত্ব বিবেচনা করে পাবনা, রংপুর, বরিশাল ও সিলেটে মেরিন একাডেমি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ইতিমধ্যে নির্মাণকাজও প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা কম খরচে প্রশিক্ষণ দিতে পারবো। স্বাধীনতার পর থেকেই এ প্রতিষ্ঠান বিশ^মানের মেরিন অফিসার ও মেরিন ইঞ্জিনিয়ার তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। প্রথম ব্যাচ থেকে এ পর্যন্ত ৪৬০০ জন এখানে প্রশিক্ষণ নিয়ে বিশে^র বিভিন্ন প্রান্তে কাজ করছেন। শিপিং ও মেরিটাইম খাতে মেরিন একাডেমিকে নলেজ সেন্টার হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের পাশাপাশি বঙ্গবন্ধু টেকনো মেরিনা শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরিন একাডেমির কমান্ড্যান্ট ও আইএমও মেরিটাইম এম্বাসেডর মেরিন প্রকৌশলী ড. সাদিক হুসাইন।-বাসস

এবারের ব্যাচে নটিক্যাল শাখায় ৪৯ জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ৫৫ জন ক্যাডেট দু’বছর মেয়াদি একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। এ ব্যাচের মো. সালমান হাসান সকল ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি পদক অর্জন করেন। সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে নৌ শাখার আবু সালেহ এবং প্রকৌশল শাখার ইকবাল মাহমুদ ইকরা নৌ মন্ত্রণালয়ের রৌপ্য পদক অর্জন করেন। এর আগে শিক্ষামন্ত্রী ৫৪তম ব্যাচের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট