চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবির ডিন নির্বাচনে ২৯ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

চবি সংবাদদাতা

২৯ জানুয়ারি, ২০২০ | ৫:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮ অনুষদের ডিন নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২৯ প্রার্থী। আগামী ১৬ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নূর আহামমেদ বরাবর মনোনয়ন পত্র জমা দেয়া হয়। এতে কলা অনুষদের তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন বাংলা বিভাগের ড. মোঃমহীবুল আজিজ, ইসলামিক স্টাডিজ বিভাগের ড.আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ, দর্শন বিভাগের ড.আব্দুল মান্নান।

বিজ্ঞান অনুষদ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭জন প্রার্থী। তারা হলেন, রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে, একই বিভাগের ড.মনির উদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের ড. মো. নাসিম হাসান, ফরেস্ট্রি বিভাগের ড. মো. শফিউল আলম, রসায়ন বিভাগের ড. মো. আব্দুল মান্নান, ফরেস্ট্রি বিভাগের ড. মো. আল আমিন, রসায়ন বিভাগের ড. মো. শামছু উদ্দিন আহমদ। ব্যাবসায় প্রশাসন অনুষদ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী। তারা হলেন, মার্কেটিং বিভাগের এস.এম. সালামত উল্ল্যা ভূঁইয়া, মার্কেটিং বিভাগের ড. মোঃ শওকতুল মেহের, একাউন্টিং বিভাগের ড. আহমদ সালাউদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের ড. মোঃ আব্দুল্লাহ মামুন, ফাইন্যান্স বিভাগের ড. মো এস এম নজরুল কদির। এদিকে সমাজবিজ্ঞান অনুষদ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনজন প্রার্থী। তারা হলেন; রাজনীতি বিজ্ঞান বিভাগের ড.মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, নৃবিজ্ঞান বিভাগের ড.নাছির উদ্দিন, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম। এদিকে আইন অনুষদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন দুইজন প্রার্থী। তারা হলেন, আইন অনুষদের অধ্যাপক এ. বি. এম আবু নোমান ও সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা। এদিকে জীব বিজ্ঞান অনুষদ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চার জন। তারা হলেন, ফার্মেসী বিভাগের ড. মো. কামরুল হোসাইন, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ড.অলক পাল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ড. মো. মোশাররফ হোসেন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. মো. আতিয়ার রহমান। ইঞ্জিনিয়ারিং অনুষদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনজন প্রার্থী। তারা হলেন, কম্পিউটার সায়েন্স বিভাগের ড. মো আছিয়র রহমান, ড. মো. খাইরুল ইসলাম, ড. রাশেদ মোস্তফা। মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ বিভাগের মনোনয়নপত্র জমা দিয়েছেন দুইজন। তারা হলেন, ড.মো. রাশেদ-উন -নবী ও ড.মো. এম মারুফ হোসেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার কে.এম নূর আহামমেদ বলেন, ডিন নির্বাচনের জন্য বিশ্বিবিদ্যালয়ের ৮ অনুষদ থেকে ২৯প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছি। এবং আগামী তিন দিনের মধ্যে কেউ চাইলে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। উল্লেখ্য, ২০১৭ সালের ২ জানুয়ারি সর্বশেষ ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন কলা ও মানববিদ্যা অনুষদে অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদে অধ্যাপক ড. আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. ফরিদ উদ্দিন, জীব বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. মাহাবুবুর রহমান ও ইঞ্জিনিয়ারিং অনুষদে অধ্যাপক ড. শংকর লাল সাহা নির্বাচিত হয়েছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট