চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নজরুল একাডেমির অনুষ্ঠানে প্রফেসর আবদুল আলীম

জিপিএ-৫ নয়, চরিত্রবান হতে হবে

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২০ | ৫:০২ পূর্বাহ্ণ

জিপিএ-৫ কখনো জীবন গড়ার হাতিয়ার হতে পারে না। একজন ভালো মানুষ হতে হলে আগে সন্তানকে চরিত্রবান, সৎ ও সুন্দর মনের মানুষ হিসেবে তৈরি করতে হবে। সুশিক্ষা অর্জন করতে তাদের উৎসাহ দিতে হবে। নিজেদের কোনো ইচ্ছে সন্তাদের উপর চাপিয়ে দিয়ে নয়, বরং সন্তানের মতের প্রাধান্য দিয়ে তাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করা প্রতিটি বাবা-মায়ের কর্তব্য। পাশাপাশি নানারকম সাংস্কৃতিক শিক্ষা অর্জনের সুযোগ করে দেয়া উচিত। কারণ সংস্কৃতি একজন শিশুকে সুস্থ মানবিক বিবেকবান মানুষ হয়ে উঠতে সাহায্য করে। কবি নজরুল একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীম এ কথা বলেন।

গতকাল জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বছর পূর্তি ‘মুজিববর্ষ’ উপলক্ষে দুইদিনের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কবি নজরুল একাডেমি। কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উপদেষ্টা সাংবাদিক ইসমাইল পারভেজ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর আবদুল আলীম। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিভাগীয় প্রধান ফুয়াদ হাসান, সান শাইন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাফিয়া গাজী রহমান, এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রাহিল আহমেদ, এশিয়ান টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান ওয়াহিদ জামান, ও নিউ লাভলী টেইলার্স এন্ড ফেব্রিক্সের চেয়ারম্যান হুমায়ন কবির। আলোচনা পর্ব শেষে জেবুন নাহার শারমীনের সঞ্চালনায় প্রথমেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অতিথিদের ফুল দিয়ে বরণ করে একাডেমির শিক্ষার্থীরা। এসময় অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হওয়া প্রতিযোগিদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। কবি নজরুল ইসলামের জীবনী পাঠ করে উম্মে সালমা নিঝুম। সাংস্কৃতিক পর্বে কবি নজরুল একাডেমির শিল্পীরা একক আবৃত্তি, দলীয় নৃত্য ও বৃন্দ আবৃত্তিসহ দুই দিনের এ সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট