চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে রগ কাটার অভিযোগ যুবলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২০ | ১১:৫১ অপরাহ্ণ

রাঙামাটিতে জেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে এক যুবলীগ নেতার পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে। জেলা শহরের প্রত্যাশা ক্লাবের কাছে আজ সোমবার (২৭ জানুয়ারি) রাতে এ হামলা হয় বলে জানা গেছে। হামলায় গুরুতর আহত নাসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত নাসির সাংবাদিকদের বলেন, শহরের হ্যাপির মোড় থেকে রাত ৮টার দিকে নিউ কোর্ট বিল্ডিংয়ের দিকে যাওয়ার সময় ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আরিফ তাকে পুরনো বিবাদ ভুলে সমঝোতার প্রস্তাব দেন। এ সময় শহরের প্রত্যাশা ক্লাবের দিকে ডাকেন। আগে থেকেই ওৎ পেতে থাকা জেলা ছাত্রলীগ সভাপতি সুজনসহ কয়েকজন সেখানে যাওয়ামাত্রই আমাকে কিরিচ-চাপাতি দিয়ে কোপানো শুরু করেন। একপর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করি। পরে অজ্ঞান হয়ে যাওয়ার পর কে বা কারা আমাকে হাসপাতালে রেখে গেছে আমি জানি না।

রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দীপংকর তংচঙ্গ্যা বলেন, আহত নাসিরের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন আছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, নাসিরের পায়ের রগ কেটে দেয়া হয়েছে। একইসাথে মাথায়ও ধারালো কিছু দিয়ে কোপানোর চিহ্ন আছে। দলীয় কোন্দলের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট