চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কর্ণফুলীতে অবৈধ দখল উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২০ | ৪:৪১ অপরাহ্ণ

কর্ণফুলী নদীর পাড়ে চলছে উচ্ছেদ অভিযান। চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালনায় আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে এ অভিযান শুরু হয়। চলমান অভিযানে কর্ণফুলী উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, র‌্যাব-৭ ও পুলিশ বাহিনী চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরকে সহায়তা করেন।

অভিযান সম্পর্কে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হারুন-অর-রশিদ জানান, ‘আমরা সকাল সাতটা থেকে অভিযান পরিচালনা করছি। আমরা প্রথমে পায়রাব্রিজ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছি। প্রতিষ্ঠানটি নদীরপাড় অবৈধভাবে দখল করেছে এবং পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র নেয়নি। এরপর আমরা ইআরবি নামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে তাদের পোড়ানো ইট ভেঙে দিই এবং কাঁচা ইট নষ্ট করি। এখন আমরা টিএনবি নামের আরেকটি ইটভাটায় অভিযান পরিচালনা করছি। ইআরবিকে অভিযান শেষে জরিমানা করা হবে। তিনি আরো জানান, ‘আমরা আজ বিকেল চারটা পর্যন্ত অভিযান পরিচালনা করবো। এখানে আরো তিনটির মতো ইটভাটা আছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট